বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় এবিসি একাডেমির আন্তঃইউনিয়ন ফুটবল লীগ শুরু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে আব্দুল বারী চৌধুরী (এবিসি) স্পোর্টস একাডেমি আন্তঃইউনিয়ন প্রিমিয়ার ফুটবল লীগ শুরু হয়েছে ।

বুধবার (২ জুলাই) বিকেলে পিরেরবাজার সংলগ্ন খেইড়টিলা অগ্রণী ক্লাব মাঠে পায়রা উড়িয়ে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

লীগ পরিচালনা কমিটির সভাপতি আহরারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক খুরশীদ উল্লাহ্‌।

এবিসি একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক তুহেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল, শিক্ষক আব্দুল মালিক শামীম প্রমুখ।

অনুষ্ঠানে লীগ পরিচালনা কমিটির উপদেষ্টা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তঃইউনিয়ন এ লীগে হাজীপুর ইউনিয়নের ৯টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে শুভেচ্ছা ক্লাব ও এমসিএইচ দল মুখোমুখি হয়।

এই সম্পর্কিত আরো