বুধবার, ০৬ আগস্ট ২০২৫
বুধবার, ০৬ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দিনে দেবরের বিয়ে আর আগের রাতেই ভাবির মৃত্যু ; হৃদয়বিধারক দৃশ্যের অবতারণা সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বাড়ছেই রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে সিইসিকে প্রধান উপদেষ্টার চিঠি জাফলং চা-বাগানে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামিসহ ৯ জন গ্রেফতার স্কুলে আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত তফশিলের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই - প্রথমার্ধে সাগরিকার গোলে এগিয়ে বাংলাদেশ হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১২ কোটি টাকা ব্যয়: উপদেষ্টা ফারুক জাতীয় স্বার্থে দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান
advertisement
আইন-আদালত

মামলা থেকে বাদ ১০ আ.লীগ নেতাকর্মী, খুলছে রহস্যের জট

গোবিন্দগঞ্জে ২২ কোটি টাকার চাল আত্মসাতের ঘটনায় জড়িত ১০ আওয়ামী লীগ নেতাকর্মীর মামলা থেকে বাদ পড়ার নেপথ্য নায়কদের রহস্যের জট খুলতে শুরু করেছে।

এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, মন্দিরে ধর্মসভার নামে বরাদ্দ দেওয়া চাল চড়া দামে কয়েকটি খাদ্য গোডাউনে বিক্রি করা হয়। এসব অপকর্ম ঢাকতে পুড়ে ফেলা হয়েছে ২২ কোটি টাকার চাল আত্মসাতের যাবতীয় নথিপত্র। এ ঘটনায় গোবিন্দগঞ্জের রাজনৈতিক ও সামাজিক মহলে তোলপাড় শুরু হয়েছে। 

২০১৬-২০১৭ অর্থবছরে ২ হাজার ২৫৩টি স্থানে ধর্মীয় সভায় নামে বেনামে কমিটি করে ৫ হাজার ৮২৩ টন চাল বরাদ্দ নিয়ে আসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। 

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও গাইবান্ধা-৩ পলাশবাড়ি-সাদুল্লাপুর আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে এতিম, মাদ্রাসা, মসজিদ মন্দিরে ধর্মীয় সভায় উপস্থিত লোকজনের আহারের জন্য বিশেষ বরাদ্দ হিসেবে ৫ হাজার ৮২৩ মেট্রিক টন চাল নিয়ে আসেন। 

গাইবান্ধার তৎকালীন জেলা প্রশাসক গৌতম চন্দ্র এই বিপুল পরিমাণ চাল প্রকল্প কমিটির মাধ্যমে ছাড় দেওয়ার জন্য তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নানকে নির্দেশ দেন। মানুষের আহারের নামে বরাদ্দ দেওয়া চাল উত্তোলনের জন্য নামে বেনামে কমিটি গঠন করা হয়। 

এসব চাল ধর্মীয় সভায় উপস্থিত লোকজনের আহার দেখানো হয়; কিন্তু বাস্তব চিত্র হলো স্পেশাল বরাদ্দের এই চাল দিয়ে কোনো ধর্মসভা করা হয়নি। এতিমদের একবেলা খাবারও দেওয়া হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দেখিয়ে ভুয়া কাগজ দেখিয়ে চাল বিক্রির ২২ কোটি টাকা আত্মসাৎ করা হয়। 

আত্মসাতের ঘটনা ওপেন সিক্রেট হলেও তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে বলে সাটিফিকেট দেন। অথচ আহারের নামে এসব চালের ডিও ক্রয় করেন গোবিন্দগঞ্জের ডিও ব্যবসায়ী ফয়জুল হক, নয়ন হাজি, খায়রুল বাশার এবং জালাল আহমেদ। 

তারা গোডাউন থেকে চাল উত্তোলন দেখিয়ে খাদ্য কর্মকর্তাদের সহযোগিতায় আবার চাল চড়া দামে খাদ্য গুদামে বিক্রি করেন। খাদ্য কর্মকর্তারা গোডাউন থেকে অন্য গোডাউনে চাল আনা নেওয়ার জন্য প্রায় ২০ লাখ টাকা খরচ দেখিয়ে আত্মসাৎ করেন। 

ঘটনা ফাঁস হলে ১৬ জন ইউপি চেয়ারম্যান ও গোবিন্দগঞ্জ পৌরসভার তৎকালীন কাউন্সিলর গোলাপী বেগমসহ ১৯ জনকে অভিযুক্ত করা হয়। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনে রংপুর কার্যালয়ে সহকারী হোসাইন শরীফ ৪ বছর ধরে এ মামলার তদন্ত করেন। 

বিপুল পরিমাণ এই চাল কেনাবেচা ও আত্মসাতের সঙ্গে জড়িত তৎকালীন জেলা প্রশাসক গৌতম চন্দ্র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান, জেলা ত্রাণ কর্মকর্তা ইদ্রিসুজ্জামান, খাদ্য কর্মকর্তা আব্দুল আহাদ, মোজাম্মেল হক, কাজী আনজুমান নাহার, হেমন্ত কুমারসহ সঙ্গে জড়িত মহিমাগঞ্জের বাদশা, নয়ন হাজি, খায়রুল বাশার ও জালাল আহম্মেদ, আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা ও ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ, কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী, কাটাবাড়ির তৎকালীন রেজাউল করিম রফিক, তৎকালীন শাখাহারের তাহাজুল ইসলাম ভুট্টু, রাজাহারের তৎকালীন আব্দুল লতিফ সরকার, রাখালবুরুজের তৎকালীন শাহাদত হোসেন, কোচাশহরের তৎকালীন মোশাররফ হোসেন, শালমারার তৎকালীন ইউপি তৎকালীন চেয়ারম্যান আমির হোসেন শামিম, মহিমাগঞ্জের তৎকালীন আব্দুল লতিফ প্রধানসহ অনেকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও চার্জশিট থেকে তাদের নিষ্কৃতি দেওয়া হয়। 

চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি নিয়ে গোবিন্দগঞ্জের সব মহলে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে। তাদের দাবি, জড়িতদের নাম বাদ দেওয়া হয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের নাম চার্জশিটে সংযুক্ত করা হোক । 

গোবিন্দগঞ্জের নাগরিক কমিটির আহবায়ক আব্দুল মতিন মোল্লা জানান, ধর্মীয় সভা ও এতিমদের আহারের নামে ভুয়া প্রকল্প তৈরি করে ২২ কোটি টাকার চাল আত্মসাতের ঘটনায় যারা জড়িত তাদের নাম বাদ দেওয়া ঠিক হয়নি। আমরা চাই প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক। 

এই সম্পর্কিত আরো

দিনে দেবরের বিয়ে আর আগের রাতেই ভাবির মৃত্যু ; হৃদয়বিধারক দৃশ্যের অবতারণা

সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বাড়ছেই

রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে সিইসিকে প্রধান উপদেষ্টার চিঠি

জাফলং চা-বাগানে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামিসহ ৯ জন গ্রেফতার

স্কুলে আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত

তফশিলের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই প্রথমার্ধে সাগরিকার গোলে এগিয়ে বাংলাদেশ

হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১২ কোটি টাকা ব্যয়: উপদেষ্টা ফারুক

জাতীয় স্বার্থে দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান