বুধবার, ২৩ জুলাই ২০২৫
বুধবার, ২৩ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাহসী শিক্ষিকা মাহেরীনের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের যে ব্যাখ্যা দিলেন শিক্ষা উপদেষ্টা ‘আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী আগুনে পুড়েছে, অনেক বন্ধু প্রাণ হারিয়েছে’ গোয়াইনঘাটে শহিদ ওয়াসিম ব্রিগেডের উদ্যোগে মিলাদ ও দোয়া শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টিলাগড় ও শিবগঞ্জে সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র মিলাদ ও দোয়া শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র দোয়া জামালগঞ্জে অসহায় পরিবারের মাঝে টিন ও অর্থ বিতরণ শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে প্রাথমিক শিক্ষা সম্মিলন সম্পন্ন কুলাউড়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
advertisement
আইন-আদালত

৪৩৯ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, শামীম ওসমান ও তার স্ত্রীর নামে ২ মামলা

প্রায় ১০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তাঁর স্ত্রী সালমা ওসমানের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্যদিকে তাঁদের ছেলে ও মেয়ের নামে পৃথকভাবে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করেছে সংস্থাটি।

আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, শামীম ওসমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ৯ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৪৪৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, সংসদ সদস্য থাকার সুবাদে শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এ ছাড়া তাঁর নামে থাকা ৯টি ব্যাংক হিসাবে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে; যা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগের আওতায় পড়ে।

এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।

দুদকের অন্য মামলাটি শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে করা হয়েছে। এই মামলায় শামীম ওসমানকেও আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, শামীম ওসমানের সহায়তায় সালমা ওসমান ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। তাঁর নামে থাকা ৮টি ব্যাংক হিসাবে ২৪ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৩১ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে তাঁদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ১০৯ ধারায় মামলা করা হয়েছে।

এ ছাড়া শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে পৃথকভাবে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দিয়েছে দুদক। তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ থাকায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় নোটিশ জারি করা হয়েছে।

নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনীতিক শামীম ওসমানের বিরুদ্ধে ২০০৭ সালে প্রথম অনুসন্ধান শুরু করে দুদক। সে সময় তাঁর বিরুদ্ধে সম্পদের হিসাব গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু হয়, তবে তা দীর্ঘদিন স্থবির ছিল।

সর্বশেষ ২০২৪ সালের শেষদিকে কমিশনের একটি বিশেষ শাখা তাঁর ব্যাংক লেনদেন ও সম্পদের তথ্য বিশ্লেষণ শুরু করে। এর ধারাবাহিকতায় অনুসন্ধান শুরুর ১৯ বছর পর তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা করল দুদক।

এই সম্পর্কিত আরো

সাহসী শিক্ষিকা মাহেরীনের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের যে ব্যাখ্যা দিলেন শিক্ষা উপদেষ্টা

‘আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী আগুনে পুড়েছে, অনেক বন্ধু প্রাণ হারিয়েছে’

গোয়াইনঘাটে শহিদ ওয়াসিম ব্রিগেডের উদ্যোগে মিলাদ ও দোয়া

শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টিলাগড় ও শিবগঞ্জে সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র মিলাদ ও দোয়া

শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র দোয়া

জামালগঞ্জে অসহায় পরিবারের মাঝে টিন ও অর্থ বিতরণ

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে প্রাথমিক শিক্ষা সম্মিলন সম্পন্ন

কুলাউড়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ