শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শাল্লায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সুনামগঞ্জের শাল্লায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে পুরাতন শহীদ মিনারের সামনে এ আয়োজন করা হয়।

র‍্যালী ও আলোচনা সভা শেষে শাল্লা সদরস্হ ঘুঙ্গিয়ারগাঁও বাজারের বিভিন্ন পয়েন্ট থাকা ময়লা ও আবর্জনা পরিষ্কার করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। 

এদিকে (২৫ আগস্ট) সোমবার সাড়ে এগারোটায় ডাকবাংলোর সামনে থেকে একটি বিশাল র‍্যালী বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবারো ডাকবাংলোর সামনে এসে সম্মিলিত হয়। 

স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরীর পরিচালনায় এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস, মোঃ আব্দুল করিম, সদস্য মাহবুব সোবহানি চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল আহমেদ দুলাল, ৩নং বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদ হোসেন সাগর, যুবদল নেতা এইচ এম এরশাদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুবেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মনু মিয়া, সাগর দাস, শাহীন তালুকদার প্রমুখ। 

 

এদিকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জামায়াতের দুই নেতা। তারা হলেন ৩নং বাহাড়া ইউনিয়ন জামায়াত ইসলামের সাবেক সেক্রেটারি মোঃ তোফাজ্জল হোসেন, শাল্লা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মোবাশ্বির আহমেদ। স্বেচ্ছাসেবক দলে যোগ দিয়ে তোফাজ্জল হোসেন বলেন,নীতি ও আদর্শ ঠিক থাকলে সব জায়গায়ই সম্মান পাওয়া যায়। 

এসময় বিএনপি, যুবদল,কৃষকদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এই সম্পর্কিত আরো