পাহাড় লাইনে আটগ্রাম থেকে জকিগঞ্জ সড়কে রয়েছে প্রায় ১০ থেকে ১৫টি ব্রিজ। এর মধ্যে কয়েকটি ব্রিজ ভাঙাচোরা, আবার কিছু ব্রিজের সঙ্গে রাস্তার লেভেল মিলছে না, ব্রিজ থেকে রাস্তা প্রায় আধা হাত নিচে নেমে গেছে। ফলে চলাচলের সময় যানবাহন আটকে যায়, বিপাকে পড়তে হচ্ছে পথচারীসহ সাধারণ মানুষকে।
স্থানীয়রা জানান, প্রতিদিন এ রাস্তায় গাড়ি, অটোরিকশা কিংবা রিকশা চলাচলের সময় যানবাহনের মারাত্মক ক্ষয়ক্ষতি হচ্ছে। অসুস্থ রোগী কিংবা বৃদ্ধদের জন্য এই সড়কে চলাচল হয়ে দাঁড়িয়েছে ঝুঁকিপূর্ণ। জরুরি মুহূর্তে মানুষ আটকে যাচ্ছে দুর্ঘটনার মুখে।
একজন স্থানীয় চালক বলেন, এই ভাঙা ব্রিজ দিয়ে গাড়ি চালাতে গেলে আমাদের গাড়ি প্রায়ই নষ্ট হয়ে যায়।এতে যাত্রীদের নিয়ে বিপাকে পড়তে হয়।
স্থানীয় এলাকাবাসীর বলেন, অসুস্থ রোগী নিয়ে যেতে গেলে ভাঙা ব্রিজের জন্য সময় নষ্ট হয়, অনেক সময় ঝুঁকিও নিতে হয়।
এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, এখনই যদি সংস্কার না করা হয়, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। বড় দুর্ঘটনার আগে এই ব্রিজগুলো সংস্কার করা জরুরি।
এদিকে উপজেলা নির্বাহি অফিসার মাহবুবুর রহমান বলেন এবিষয় নিয়ে এলজিডির প্রকৌশলির সাথে কথা বলবো।
ভাঙা ব্রিজের কারণে প্রতিদিনই দুশ্চিন্তা আর ঝুঁকিতে আছেন সাধারণ মানুষ। কবে নাগাদ তারা নিরাপদ ব্রিজ পাবেন এখন সেই উত্তরই খুঁজছে এলাকাবাসী।