রবিবার, ২৪ আগস্ট ২০২৫
রবিবার, ২৪ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে অতি: জেলা ম্যাজিষ্ট্রেট

আগামী দুই দিনের মধ্যে নিজ নিজ উদ্যোগে লুন্ঠিত পাথর নদীতে পুনঃস্হাপনের নির্দেশ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে অবৈধভাবে বালু পাথর উত্তোলন প্রতিরোধ/ বন্ধে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার  বিকেল ৪ :০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারজানা হক মিতা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি সময়ে ভোলাগঞ্জ সাদা পাথর সহ বিভিন্ন পর্যটন স্পট হতে পাথর উত্তোলন লুট বন্ধে ও লুট হওয়া পাথর পুনঃস্হাপনে কঠোর অবস্হানে জেলা প্রশাসন।  তিনি সম্প্রতি সময়ে ভোলাগঞ্জ ও জাফলংয়ের মত জৈন্তাপুরের বিভিন্ন স্পট হতে অবৈধভাবে পাথর লুট করে মজুদের প্রমান পেয়েছে প্রশাসন। ইতিমধ্যে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ সহ পুনঃস্হাপনের কাজ চলছে।

এ সময় তিনি বলেন, যে বা যারা এই লুট হওয়া পাথর নিজ ব্যবসা প্রতিষ্ঠান সহ বাড়ীঘরের উঠানে এখনোও মজুদ করে রেখেছেন তাদের আগামী ২৬শে আগষ্টের মধ্যে নিজ নিজ উদ্যোগে নদীতে পুনঃস্থাপনের নির্দেশনা প্রদান করেন। অন্যাথায় পরের দিন ২৭শে আগষ্ট থেকে জড়িতদের বিরুদ্ধে অভিযানের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রশাসনকে তিনি নির্দেশনা প্রদান করেন। 

এ সময় উপস্থিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে পাথর বালু সংশ্লিষ্ট শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহনে বিভিন্ন দাবীদাওয়া তুলে ধরা হয়ে হয়। জবাবে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বলেন, মতবিনিময় সভায় উত্থাপিত সকল প্রস্তাব ও দাবী সমুহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট বরাবর অবহিত করা হবে বলে তিনি নিশ্চিত করেন। পাশাপাশি তিনি প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত জৈন্তাপুর উপজেলাকে পর্যটনবান্ধব করে তুলতে ও পর্যটন স্পটকে ঘিরে ক্ষুদ্র ও মাঝারি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সকলকে সহযোগিতা করার আহবান জানান। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুখ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়ন হতে আগত ইউপি সদস্য,মহিলা ইউপি সদস্য, ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ব্যবসায়ী,বিভিন্ন ঘাটের বালু,পাথর ব্যাবসায়ী,পাথর আমদানিকারক ব্যবসায়ী, জৈন্তাপুর প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের স্হানীয় গণমাধ্যম কর্মী ও পাথর আহরণকারী ট্রেড ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দ সহ অন্যান্য অংশীজন মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এই সম্পর্কিত আরো