ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) সরাসরি অংশ না নিলেও প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে নির্বাচনে অংশ নিতে চান বলে জানিয়েছেন জাপা নেতা আহমদ রিয়াজ উদ্দিন। ইতিমধ্যে তিনি প্রচারণাও শুরু করেছেন বলে জানিয়েছেন। সোমবার তিনি গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানান।
আহমদ রিয়াজ উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে অংশ নেবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। তবে জাতীয় পার্টি অংশগ্রহণ না করলেও আমি প্রবাসীদের প্রতিনিধি হয়ে মাঠে নামব। কারণ প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণশক্তি হলেও তাদের কথা জাতীয় সংসদে যথাযথভাবে প্রতিফলিত হয় না। তাই তিনি প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে তাদের সমস্যা, অধিকার ও প্রত্যাশা সংসদে তুলে ধরার লক্ষ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। ইতিমধ্যে তিনি প্রচারণাও শুরু করেছেন।
প্রসঙ্গত, গেল জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসাবে মৌলভীবাজার-১ আসনে অংশ নিলেও শেষ পর্যন্ত কারচুপির আশঙ্কায় ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান জাপা নেতা আহমদ রিয়াজ উদ্দিন।