গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেছেন, ‘অবৈধ কারেন্ট জাল চায়না জাল ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা মাছের রেণু নিধন এবং কারেন্ট জাল ব্যবহার বন্ধের জন্য অভিযান পরিচালনা করছি। কেউ অসৎ উদ্যোশ্যে এই জালগুলো ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে জনসাধারণ সচেতন হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যারা এই জাল ব্যবহার করবে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এ ক্ষেত্রে মসজিদে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা রাখতে হবে। তারা মসজিদগুলোতে নামাজের পর মুসল্লিরদের এ বিষয়ে কথা বলতে হবে।’
তিনি সোমবার গোলাপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তসহ উদ্বোধন উপলক্ষে আয়োজিত র্যালির পর আলেচনা সভা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
'অভয়সশ্রম গড়ে তুলি৷ দেশী মাছে দেশ ভরী-' এ শ্লোগানকে সামনে রেখে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকড়তার কাড়যালয়ের উদ্যোগে উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান।
এতে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার, আনোয়ার হোসেন।