সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা এলাকায় একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয়দের খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ মরদেহটি খাল থেকে উদ্ধার করে।
স্থানীয়রা জানান, কুশিয়ারা ও সুরমা নদীর সংযোগ খালের কাকুরা অংশে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান তারা। পরে বিষয়টি ইউপি সদস্যের মাধ্যমে পুলিশকে জানানো হয়।
বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) ছফেদ আলী বলেন, মরদেহটি সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিলেট পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় নিখোঁজ সংক্রান্ত তথ্য খোঁজা হচ্ছে।