নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়ে পুরস্কৃত হয়েছেন আবার যারা বিপক্ষে রায় দিয়েছেন তারা তিরস্কৃত হয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আইনজীবী মো. শিশির মনির।
মঙ্গলবার (২৬ আগস্ট) এই মামলার শুনানি করার পর দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।
এদিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত চেয়ে রিভিউয়ের শুনানি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, নন পার্টি লোক দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করলে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে। কোনো সরকারের আন্ডারে নির্বাচন হলে সেটি নিরপেক্ষ হবে না।
তিনি আরও বলেন, আমরা দেখেছি সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দেওয়ার পক্ষে যারা রায় ঘোষণা করেছেন তারা পরবর্তীতে প্রধান বিচারপতি হয়ে পুরস্কৃত হয়েছেন। আর যারা বিপরীত রায় দিয়েছেন তারা বঞ্চিত ও তিরস্কৃত হয়েছেন।