প্রবাসে বসবাসরত গহরপুরবাসীদের ঐক্য ও সেবার মিশনকে সামনে রেখে ফ্রান্সে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স’।
বুধবার (৩১ ডিসেম্বর) ফ্রান্সের ধানসিঁড়ি কেতসিমা রেস্টুরেন্টে এক সাধারণ সভার মধ্য দিয়ে গঠন করা হয় সংগঠনটির কার্যকরী কমিটি।
সভায় সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রবাসী নেতা লকুছ মিয়া।
সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সোহেল আহমেদ এবং সহ-সভাপতি ফখরুল ইসলাম।
সাধারণ সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম ও খালেদ মাসুদ।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহিন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ। কোষাধ্যক্ষ জাকির হুসেন, সহ কোষাধ্যক্ষ তুফায়েল আহমেদ।
প্রচার সম্পাদক ফুজায়েল আহমেদ। সহ-প্রচার সম্পাদক নজমুল আলম ও মাহবুব আহমেদ। ধর্ম বিষয়ক সম্পাদক এহসান আহমেদ শেজান। ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন ।
উপদেষ্টা মণ্ডলীতে স্থান পেয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা মো. ছালিকুর রহমান, আইনুল ইসলাম ও ছালিক মিয়া।
সভাপতি লকুছ মিয়া ও সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, “এই সংগঠন প্রবাসে আমাদের পরিচয়ের ভিত্তি, যা গহরপুরবাসীদের ঐক্য ও উন্নয়নের প্রতীক হিসেবে কাজ করবে। আমরা প্রবাসীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি গহরপুরের উন্নয়নে কাজ করতে চাই। এই সংগঠনের মাধ্যমে আমরা প্রবাস ও দেশকে সংযুক্ত করতে চাই। সকলের সহযোগিতা পেলে এই মিশন সফল হবেই।”
প্রবাসে বসবাস করলেও আমরা আমাদের শিকড়কে ভুলিনি। এই সংগঠন সেই চেতনারই বহি.প্রকাশ।”