বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
বিনোদন

মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার সমু চৌধুরী

হঠাৎ করেই আজ বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীর কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা গেছে, একটি মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে শুয়ে আছেন তিনি। ছবিটা ছড়িয়ে পড়লে অনেকে জানতে চান, কী হয়েছে তার, ছবিটি আসল নাকি কোনো শুটিংয়ের?

খোঁজ নিয়ে জানা যায়, অসুস্থ অবস্থায় ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী ইউনিয়নের একটি মাজার থেকে সমু চৌধুরীকে উদ্ধার করা হয়েছে।

এ তথ্য রূপালী বাংলাদেশকে নিশ্চিত করে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘সমুদাকে মুখী শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে ভারসাম্যহীন অবস্থায় পাওয়া গেছে। এ রকম খবর পেয়ে আমরা নিকটস্থ থানায় যোগাযোগ করি। তাদের সহযোগিতায় নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব তাকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি।’

হঠাৎ সমুর এ রকম অসুস্থতার কারণ জানতে চাইলে অপু বলেন, ‘তার এই সমস্যা আগে থেকেই ছিল। এর আগে অনেকটা সময় ভারসাম্যহীন ছিলেন তিনি।’

মাঝে অভিমান করে কয়েক বছর অভিনয় থেকে দূরে ছিলেন সমু চৌধুরী। প্রায় তিন বছর কোনো কাজ করেননি তিনি। নিজের গ্রামের বাড়ি যশোরে চলে গিয়েছিলেন। পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরে আসেন। এরপর থেকে নিয়মিতই কাজ করছেন এই দাপুটে অভিনেতা।

সমু চৌধুরীকে সবশেষ দেখা গেছে, ‘ক্ষতিপূরণ’ নামের একটি নাটকে। এটি নির্মাণ করেছেন মোস্তফা কামাল রাজ। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সমু চৌধুরী।

১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ বেশ কিছু সিনেমাতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

এই সম্পর্কিত আরো