শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সারাদেশ

র‌্যাবের হাতে বিপুল পরিমাণ গাঁজা ও ইসকফ সিরাপসহ গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১৫০ কেজি গাঁজা ও ১ হাজার ৯৫ বোতল ইসকফ সিরাপসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এসময় তার সাথে থাকা আরও ৫জন ব্যক্তি কৌশলে পালিয়ে যান বলে জানায় র‌্যাব-৯। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আনুমানিক রাত পৌণে ১০টার দিকে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ মোস্তফা মিয়া মোস্ত (৪০)। সে ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিংগারলি ইউপির কাশিরনগর এলাকার মৃত আঃ কাদের মিয়া ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিসি-১ এর ব্রাহ্মণবাড়িয়ার একটি অভিযানিক দল জানতে পারে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিংগারবিল ইউনিয়নের কাশিনগর পূর্বপাড়া সাকিনস্থ সাচ্চু মিয়ার টিনের দোচালা মাটির ঘরের ভেতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আনুমানিক রাত পৌণে ১০টার দিকে র‌্যাব-৯ এর আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছামাত্র ৬ জন ব্যক্তি পালানোর সময় ১জনকে আটক করা হয় এবং ৫ জন ব্যক্তি পালিয়ে যায়। পরবর্তীতে টিনের দোচালা মাটির ঘরের ভেতর রক্ষিত বস্তার মধ্যে ১৫টি বান্ডিল নীল পলিথিনের উপর খাকী রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ৮টি সাদা রঙের প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১ হাজার ৯৫ বোতল ইসকফ সিরাপসহ তাকে গ্রেফতার করা হয়। 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।’

এই সম্পর্কিত আরো