দূর্নীতি,ঘুষ,দায়িত্বে অবহেলা ও স্বেচ্ছাচারীতার অভিযোগ এনে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:ইসমাঈল রহমানের অপসারনের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভোক্তভোগীদের পক্ষে বানিয়াচংয়ের সর্বস্থরের জনতার ব্যানারে সৈয়দ ফয়সল আহমেদ এই বিক্ষোভ সমাবেশের উদ্দোগ নেন।
১৩ অক্টোবর সোমবার স্থানীয় শহীদ মিনারে শখানেক লোকের উপস্থিতিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
সাবেক জামায়াত নেতা সৈয়দ ফয়সল আহমেদের সভাপতিত্বে ও যুগান্তরের বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশের স্বাগত বক্তব্যে সাংবাদিক ইমদাদুল হোসেন খান দাবি করেন, তিনি নিজেই ভুক্তভোগী। ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে থাকা এসিল্যান্ডের কাছ থেকে তার এক চাচাতো ও ভাই নাগরিক সনদ নিতে হয়রানির শিকার হয়েছেন বলে বক্তব্যে তুলে ধরেন তিনি।
সঞ্চালনার ফাঁকে ফাঁকে জীবন আহমেদ লিটন এসিল্যান্ডের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে বলেন, এসিল্যান্ড আওয়ামীলীগের উপদেষ্টা এইচ টি ইমামের সুপারিশে নিয়োগ প্রাপ্ত হয়েছেন।এজন্য তিনি বানিয়াচংয়ে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন।
ভুক্তভোগী জমিয়ত নেতা মাওলানা মুফতি নাসির উদ্দিন সৌরভ বলেন,আমার একটি নামজারিতে ভুল ছিলো। এসিল্যান্ড এটাতে ভুল ধরলে সংশোধন করে দিবো বলে বাতিল না করার জন্য উনাকে অনুরুধ করি।এসিল্যান্ড আমাকে চিনেন। আমার ভাইয়ের পরিচয় ও জানেন। তারপর ও উনি আমার সাথে চরম দুর্ব্যবহার করেছেন। পরবর্তী করনীয় হিসেবে মুরুব্বীদের সাথে কথা বলে আমরা এই শান্তিপুর্ণ বিক্ষোভের কর্মসূচী দেই। তাৎক্ষনিক এসিল্যান্ডকে ষ্ট্যান্ড রিলিজ ও শাস্তি হিসেবে তাকে দূর্য়োগপূর্ণ জায়গায় বদলির জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দাবি জানান মুফতি নাসির উদ্দিন সৌরভ।
খেলাফত মজলিশের সহ-সভাপতি মাওলানা জাফর আহমদ সিরাজী বলেন, এই এসিল্যান্ডের প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলে ও পারিবারিক শিক্ষা নেই।অফিস চলাকালীন সময়ে অফিসে এসে এসিল্যান্ড ঘুমিয়ে থাকেন বলে দাবি করেন মাওলানা সিরাজী।
সর্বস্থরের জনতার ব্যানারে আরো বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিশের সহ-সভাপতি ও আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সহ-সভাপতি আব্দুল জলিল ইউসুফি, ভুক্তভোগী নাগরিক সদরের কুতুবখানী মহল্লার আরেফিন মিয়া ও শেলু মিয়া প্রমুখ।
এবিষয়ে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো:ইসমাঈল রহমান তার বিরুদ্ধে উত্তাপিত সকল অভিযোগ অস্বিকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যাচার চলছে। আমি যোগদানের পর থেকেই একটি দুষ্ঠু চক্র বিভিন্ন সময় অনৈতিক তদবির নিয়ে এসেছে। আমি আইনী কাঠামোতে অটল থাকায় দুষ্ঠু মহল অপপ্রচারে নেমেছে।