সুনামগঞ্জের জামালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
সমাজে উদ্ভাবন, প্রতিরোধ করি দুর্যোগ প্রতিপাদ্য-কে সামনে রেখে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রাম কুমার সাহা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ রহিছ উদ্দিন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র কুমার পাল, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার এবং জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বিজয় সিংহ সহ সরকারি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মহড়ায় অংশ নেয় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও জামালগঞ্জ কিন্ডারগার্টেন ও জুনিয়র স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে বাস্তব ধারণা দেওয়া হয়।