সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে মারধর করে ভাবীকে ঘর থেকে বের করে তালা দিলেন দেবর

নবীগঞ্জ উপজেলার রানীগাওঁ গ্রামে আপন ভাবীকে বেদরক মারধোর করে জোরপুর্বক সন্তানাধীনসহ ঘর থেকে বের করে দিয়ে তালা দিয়েছেন দুর্দান্ত দেবর।

পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল গিয়ে ভাবী মাসকুরা বেগম ও তার সন্তানাধীদেরকে ঘরের তালা খোলে দিয়ে ফিরিয়ে দিয়েছেন নিজ বাসস্থান।

অভিযোগসুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রানীগাওঁ গ্রামের মৃত আরব আলীর প্রবাসী ছেলে তোফাজ্জুল হক একই ইউনিয়নের চানপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে মাসকুরা বেগমকে প্রায় ১৫ বছর পুর্বে বিয়ে করেন।

বিয়ের কিছু দিন পরেই তোফাজ্জুল হক দুবাই প্রবাসে চলে যায়। কয়েক বছর পর পর ছুটিতে দেশে আসা যাওয়া করেন। প্রবাসী তোফাজ্জুল হকের স্ত্রী আড়াই বছরের শিশু সন্তানকে নিয়ে এক ঘরে বসবাস করে আসছেন। কিন্তু প্রায়ই দুর্দান্ত দেবর মঈনুল হক স্বামীর অনুপস্থিতির সুযোগে অশ্লালীন আচরণসহ মারধোর করে আসছে।

গত শনিবার (১১ অক্টোবর) দুপুরে বেদরক মারপিট করে আড়াই বছরের শিশু বাচ্চাসহ ভাবী মাসকুরা বেগমকে ঘর থেকে বের করে দিয়ে রুমে তালা ঝুলিয়ে দেন। নিরুপায় হয়ে প্রবাসী স্বামীর সাথে যোগাযোগ করে মাসকুরা বেগম পিত্রালয়ে আশ্রয় নেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একখানা দরখাস্ত দিলে এএসআই হিল্লোল তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় দুর্দান্ত দেবর মঈনুল হক’কে ডেকে এনে ঘরে তালা খোলে শিশু বাচ্চাসহ মাসকুরা বেগমকে নিজ ঘরে ফিরিয়ে দেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে মাসকুরা বেগমের পিতা মাওঃ আব্দুর রহিম বলেন, তার মেয়ে মাসকুরা বেগমকে প্র্য়া দেবর মঈনুল হক মারধোর করে। এলাকার মুরুব্বীয়ানদের জানালেও সে কোন শালিস বিচার মানতে নারাজ। অসহায় হয়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।

এই সম্পর্কিত আরো