সিলেট নগরীর জালালাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৩ বোতল ভারতীয় অবৈধ বিদেশী মদ, একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করেছে।
রোববার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে কুমারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সামনের পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করে পুলিশ।
আটককৃতরা হলেন—সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ এলাকার আবুল কালামের ছেলে মো. মাহবুব হোসেন (২১), কোতোয়ালী থানাধীন বাগবাড়ী এলাকার নরসিংটিলার বাসা নং-২৫১ এর সতেন্দ্র রায়ের ছেলে হৃদয় রায় (২৫), কোম্পানীগঞ্জ থানার পাড়ুরা নোয়াগাঁও এলাকার আব্দুল করিম ওরফে বুতু মিয়ার ছেলে মো. আবুল হোসেন (২৬), একই থানার পুরান ভোলাগঞ্জ এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে মো. বুলবুল ইসলাম (১৮) এবং ভোলাগঞ্জ এলাকার মৃত লায়েক মিয়ার ছেলে ফায়াজ হোসেন মারজান (১৮)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩৩ বোতল ভারতীয় অবৈধ মদ, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
এ বিষয়ে জালালাবাদ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।