রবিবার, ১২ অক্টোবর ২০২৫
রবিবার, ১২ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা পর্যায়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।

 

রোববার (১২ অক্টোবর) সকালে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে উদ্বোধনী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। 

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো.শহীদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মল্লিকা দাশ, এমটি ইপিআই ইনচার্জ জ্যোতিময় ভট্টাচার্য, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) কামরুজ্জামান কামরুল, সিনিয়র নার্স সুজন দেবনাথ, ফার্মাসিস্ট মো.আব্দুর রহমান ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির প্রমূখ।
 


 

উল্লেখ্য অত্র উপজেলায় ৫২ হাজার ৬ শত ৩৮ জন শিশু কে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। আজ থেকে পর্যায়ক্রমে ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি / সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট টিকা দেওয়া হবে। প্রথম ১০ কর্ম দিবসে শিক্ষা প্রতিষ্ঠান এবং পরবর্তী ৮ কর্ম দিবসে কমিউনিটি ও অস্থায়ী ইপিআই টিকা কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে।

এই সম্পর্কিত আরো