বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
টিউলিপের বিচার ও সাজা নিয়ে প্রতিক্রিয়া জানাল দুদক ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা জকিগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অ্যাডভোকেট জামানের পক্ষে দোয়া মাহফিল ওসি আহাদের পদায়নে উত্তাল গোয়াইনঘাট, রুখে দেওয়ার হুঁশিয়ারি স্থানীয়দের কমলগঞ্জে এক যাতায়াতের রাস্তায় চলাচলে প্রতিবন্ধিকতা, প্রশাসনের হস্তক্ষেপ ওসমানীনগরে শ্লীলতাহানীর অভিযোগ, আহত-১ জামালগঞ্জে ফুটপাতে হকার, অবৈধ স্ট্যান্ড তীব্র যানজটে স্থবির জীবনযাত্রা কুলাউড়ায় বিজিবির অভিযানে ভারতীয় গরু ও সিগারেট আটক সিলেটে বুধবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
advertisement
সিলেট বিভাগ

৫ দফা দাবিতে সিলেট জামায়াতের মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান

সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখা।

১২ অক্টোবর রোববার দুপুরে সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয়ে এসে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়।

এসময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে প্রেরিত স্মারকলিপি সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের হাতে তুলে দেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান সহ নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে স্মরকলিপি প্রদানপূর্ব সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর এবং সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর এবং সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান, সিলেট জেলা জামায়াত সেক্রেটারী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট- ৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ, জেলা কর্মপরিষদ ও মজলিশে শূরা সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা কর্মপরিষদ সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, `ইনক্লোসিভ নির্বাচনের নামে কোন ধরনের প্রহসন জাতি মেনে নেবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশবাসী ফ্যাসিস্টদের বিদায়ের পাশপাশি ভবিষ্যতের রাজনীতির গতিপথও নির্ধারণ করে দিয়েছে। মানুষ এখন স্বচ্ছতা ও পরিবর্তনের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। যারাই আগের ধাচে রাজনীতি ও নির্বাচন করার অপচেষ্টা করবে জনগন তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে। নেতৃবৃন্দ বলেন, সরকার ইতোমধ্যেই জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছেন। দেশের প্রতিটি রাজনৈতিক দল জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদে প্রয়োজনীয় সংশোধনীসহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে।'

জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জামায়াতে ইসলামী ইতিমধ্যে সরকারের কাছে লিখিতভাবে দুইটি প্রস্তাব করেছে। প্রথমত: জুলাই জাতীয় সনদের জন্য `সংবিধান আদেশ' জারি করা, দ্বিতীয়ত: এই সনদের অধিকতর আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচনের পূর্বে গণভোট প্রদান করে জুলাই সনদ বাস্তবায়ন করা। 

নেতৃবৃন্দ অবিলম্বে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের জোর দাবী জানান। 

এই সম্পর্কিত আরো

টিউলিপের বিচার ও সাজা নিয়ে প্রতিক্রিয়া জানাল দুদক

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা

জকিগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অ্যাডভোকেট জামানের পক্ষে দোয়া মাহফিল

ওসি আহাদের পদায়নে উত্তাল গোয়াইনঘাট, রুখে দেওয়ার হুঁশিয়ারি স্থানীয়দের

কমলগঞ্জে এক যাতায়াতের রাস্তায় চলাচলে প্রতিবন্ধিকতা, প্রশাসনের হস্তক্ষেপ

ওসমানীনগরে শ্লীলতাহানীর অভিযোগ, আহত-১

জামালগঞ্জে ফুটপাতে হকার, অবৈধ স্ট্যান্ড তীব্র যানজটে স্থবির জীবনযাত্রা

কুলাউড়ায় বিজিবির অভিযানে ভারতীয় গরু ও সিগারেট আটক

সিলেটে বুধবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না