রবিবার, ১২ অক্টোবর ২০২৫
রবিবার, ১২ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সরাসরি সম্প্রচার হবে - শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু রোববার থানায় মিথ্যা অভিযোগ ও মানহানির প্রতিবাদে দিরাইয়ে সংবাদ সম্মেলন সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে কর্মশালা ১৫ নয় জুলাই সনদ স্বাক্ষর ১৭ অক্টোবর জামায়াত ক্ষমতায় গেলে ওয়ান টু-তে সব সমাধান হয়ে যাবে: গোলাম পরওয়ার ৫ কারণে দাম বাড়ছে স্বর্ণের আজকের স্বর্ণের দাম: ১১ অক্টোবর ২০২৫ জামালগঞ্জের বেহেলী বাজারে খেলাফত মজলিসের পথসভা অনুষ্ঠিত বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করবে: মাহবুবুর রহমান শহীদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
advertisement
সিলেট বিভাগ

সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে কর্মশালা

জেলা তথ্য অফিস সিলেট এর উদ্যোগে ইউনিসেফের সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে ১১অক্টোবর ২০২৫ সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। 

প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, গুজব প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  যে কোন সংবাদের উৎস পর্যবেক্ষণ করলে গুজব বা অবাঞ্চিত সংবাদ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে।  টিকা নিয়ে গুজব ছড়ানোর আরেকটি কারণ হলো অনেক কোম্পানীর টিকা নিয়ে ব্যবসা। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সরকার বিনামূল্যে যে টিকা দিচ্ছে তা বেসরকারি উৎস হতে সংগ্রহ করলে প্রায় ৩০ (ত্রিশ) কোটি টাকা লাগবে। 

অনুষ্ঠানে টিকা সম্পর্কিত বিভিন্ন বিষষ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ স্বপ্নীল সৌরভ রায়। তাঁর উপস্থাপনায় টাইফয়েড জ্বর কী, কীভাবে ছড়ায়, টাইফয়েড জীবানুর সুপ্তকাল, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী কারা, টাইফয়েড জ্বরের লক্ষণসমূহ, কখন টিকা দেয়া যাবেনা, কোথায় টিকা দেয়া যাবে, পার্শ্বপ্রতিক্রিয়া কী, কীভাবে রেজিস্ট্রেশন করা হয়, টিকা কার্ড ছাড়াও টিকা দেয়া যাবে কী না ইত্যাদি বিষয় উঠে আসে। 

টিকা সম্পর্কিত বিভিন্ন বিষষ নিয়ে সাধারণ আলোচনা ও নানাবিধ প্রশ্নের উত্তর প্রদান করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মেজয় দত্ত ও মেডিকেল অফিসার ডাঃ স্বপ্নীল সৌরভ রায়।
 
সভাপতির বক্তব্যে বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, সংবাদ পরিবেশন করার পূর্বে ফ্যাক্ট চেক (ঋধপঃ পযবপশ)  করতে পারলে ভালো। আমাদের সংবাদ হবে জনকল্যাণমূলক। সিলেটের প্রত্যেকেই যেন স্বাস্থ্য সেবা পায় এবং নির্দিষ্ট জনগোষ্ঠী টাইফয়েড টিকার আওতায় আসে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা অব্যাহত রাখতে হবে। সিলেট সিটি কর্পোরেশনের ১ লক্ষ ৬২ হাজার ৫শত ২২ জনসহ সিলেট জেলায় টিকা প্রদানের লক্ষ্যমাত্রা রযেছে ১০ লক্ষ ১৬ হাজার ৫শত ২ জনকে। ৯ মাস হতে ১৫ বছর (১৪ বছর ১১ মাস ২৯ দিন) পর্যন্ত সকল শিশুই যেন টিকা প্রদান কার্যক্রমের আওতায় আসে। আমাদের লক্ষ্য হবে ১০০%। সিলেট বিভাগে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা রযেছে ২৯ লক্ষ ৯৯ হাজার ৯৭৯ জন অর্থাৎ প্রায় ৩০ লক্ষ শিশুকে এই টিকা প্রদান করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
 
জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ইউনিসেফ সিলেট হেলথ অফিসার ডাঃ মির্জা ফজলে এলাহী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিলেট বিভাগের ডিভিশনাল কো-অর্ডিনেটর ডাঃ খালিদ আহমেদ ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সিলেট এর বিভাগীয় উপপরিচালক মোঃ নূরুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মেজয় দত্ত বক্তব্য প্রদান করেন। এসময় গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন।

এই সম্পর্কিত আরো

সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু রোববার

থানায় মিথ্যা অভিযোগ ও মানহানির প্রতিবাদে দিরাইয়ে সংবাদ সম্মেলন

সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে কর্মশালা

১৫ নয় জুলাই সনদ স্বাক্ষর ১৭ অক্টোবর

জামায়াত ক্ষমতায় গেলে ওয়ান টু-তে সব সমাধান হয়ে যাবে: গোলাম পরওয়ার

৫ কারণে দাম বাড়ছে স্বর্ণের

আজকের স্বর্ণের দাম: ১১ অক্টোবর ২০২৫

জামালগঞ্জের বেহেলী বাজারে খেলাফত মজলিসের পথসভা অনুষ্ঠিত

বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করবে: মাহবুবুর রহমান

শহীদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা