খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলাধীন বেহেলী ইউনিয়ন শাখার উদ্যোগে সুনামগঞ্জ -১ (তাহিরপুর, জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর) আসনে দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ ফজর আলী'র নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার বেহেলী বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি ও সুনামগঞ্জ -১ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ ফজর আলী।
ইউনিয়ন সভাপতি হাফিজ মোঃ তোফাজ্জল হোসাইনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ ফজর আলী অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,পতিত স্বৈরাচার ও দোসরদের বিচারকার্য দৃশ্যমান করা ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
পথসভায় সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক সমাজের অন্যায় - অবিচার, দুর্নীতি-দুঃশ্বাসন দূর করে সার্বিক উন্নয়নকল্পে ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন বাস্তবায়নে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ ফজর আলীর পক্ষে পাড়া-মহল্লায় বলিষ্ঠ ভূমিকা রাখতে জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।
জামালগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আইন উদ্দিন সুজনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আলীম উদ্দিন,উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর,সহ সভাপতি মাওলানা মাহমুদুল হাছান নাঈম প্রমূখ।