সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জে ভিক্ষুকের মৃত্যুর পর ঘরে মিলল বস্তাভর্তি টাকা, এলাকায় তোলপাড়

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দলাগাঁও গ্রামে এক ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘর থেকে মিলেছে বস্তাভর্তি টাকা! এ ঘটনায় গ্রামজুড়ে দেখা দিয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।

মৃত ভিক্ষুকের নাম নাসির মিয়া (৭০)। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। মিতব্যয়ী ও নিরহঙ্কার জীবনযাপনের কারণে গ্রামের সবাই তাকে চিনতেন একজন সৎ মানুষ হিসেবে।

গত ৯ অক্টোবর বার্ধক্যজনিত কারণে নাসির মিয়া মারা যান। পরদিন পরিবারের সদস্যরা ঘর পরিষ্কার করতে গিয়ে একটি পুরনো বস্তা দেখতে পান। সন্দেহবশত সেটি খুলতেই চোখ কপালে ওঠে ভেতরে গুচ্ছ গুচ্ছ টাকার নোট!

পরে স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে টাকা গোনা হলে দেখা যায়, বস্তার ভেতরে রয়েছে মোট ২ লাখ ২৪ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, নাসির মিয়া বছরের পর বছর ভিক্ষা ও অনুদানের টাকা অল্প অল্প করে জমিয়ে রেখেছিলেন। কেউ কেউ মনে করছেন, তিনি কাউকে বিশ্বাস করতে না পেরে টাকাগুলো নিজের ঘরেই লুকিয়ে রেখেছিলেন।

স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, নাসির মিয়া খুব সৎ ও সরল মানুষ ছিলেন। কারও কাছে হাত পাতলেও কখনো বাড়তি কিছু চাইতেন না। অবাক লাগে, এত টাকা তার কাছে ছিল, অথচ কেউ জানত না!

বহরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন,ঘটনাটি পুরোপুরি সত্য। নাসির মিয়া অত্যন্ত সরল ও সৎ মানুষ ছিলেন। মৃত্যুর কিছুদিন আগেও তিনি আমার কাছে এসে বয়স্ক ভাতার আবেদন করেছিলেন। তখন আমরা তার জন্য কিছুটা সহযোগিতাও করেছিলাম। এখন তার মৃত্যুর পর ঘরে এত টাকা পাওয়া সত্যিই বিস্ময়কর।

স্থানীয়রা বলছেন, ঘটনাটি শুধু কৌতূহল নয় একটি বার্তাও দিয়েছে সমাজে। দরিদ্র হয়েও সততা ও মিতব্যয়ী জীবনযাপন কেমন হতে পারে, তার এক নিদর্শন রেখে গেছেন ভিক্ষুক নাসির মিয়া।

বর্তমানে উদ্ধার হওয়া টাকাগুলো তার পরিবারের হেফাজতেই আছে বলে জানা গেছে।

এই সম্পর্কিত আরো