সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে নৌকা থেকে নদীতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ

সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী নৌকা থেকে নদীতে পড়ে দেড় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে দিরাই পৌর শহরের বাজার ব্রিজ নৌকা ঘাট এলাকায় চামটি নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ শিশুটির নাম তানহা। সে শাল্লা উপজেলার সিমার কান্দা গ্রামের রহিবুল মিয়ার কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিমার কান্দাগামী এক পরিবার দিরাই বাজার ব্রিজ নৌকা ঘাট থেকে আজমিরীগঞ্জগামী একটি যাত্রীবাহী নৌকায় উঠেছিলেন। মায়ের পাশে বসা অবস্থায় নৌকার জানালা দিয়ে বাইরে তাকাতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে যায় শিশু তানহা। মুহূর্তেই নদীর স্রোতে তলিয়ে গেলে মায়ের আহাজারিতে চারপাশে হৈচৈ পড়ে যায়।

খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান শুরু করে।  বিকাল ৪ টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান দিরাই ফায়ার স্টেশনের ইনচার্জ শিশির কুমার দাস। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সম্পর্কিত আরো