সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর বিন্নাকুলী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। 

শনিবার (১১ অক্টোবর) পরিচালিত এ মোবাইল কোর্টে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী দুইটি মামলায় মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. ইয়াসীর আরাফাত। অভিযানে সহযোগিতা করেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ এবং পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জের সহকারী পরিচালক মোহাইমিনুল হক।

অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ ধারায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্টদের অর্থদণ্ড প্রদান করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, “যাদুকাটা নদী ও এর আশেপাশের পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”

এই সম্পর্কিত আরো