উচ্চমানের চিকিৎসা শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচনের পথে এক ধাপ এগিয়ে গেল সিলেট। বহু প্রতীক্ষার পর অবশেষে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য নির্ধারিত জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারীর হাতে জমির কাগজপত্র তুলে দেন। জমি হস্তান্তরের এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, সিলেট-সুনামগঞ্জ বাইপাস সংলগ্ন গোয়ালগাঁও ও হাজরাই মৌজায় মোট ৭৯.১১৭৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। এলএ মামলা নং ০৯/২০১৯-২০ অনুযায়ী এ জমির মালিকানা ও দখল আনুষ্ঠানিকভাবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ জমি হস্তান্তরের মধ্য দিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষা ও গবেষণার সুবিধা নিশ্চিত করতে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দেশের উত্তর-পূর্বাঞ্চলে উচ্চমানের চিকিৎসা শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে জমি হস্তান্তরের এই আনুষ্ঠানিকতা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।