শনিবার, ১১ অক্টোবর ২০২৫
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে দুই বোনের ঝগড়ায় ছোট বোনের বিষপান : জানাজায় প্যারোলে হাজির বাবা

সিলেটের কোম্পানীগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট বোনের বিষপানে মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, হতবিহ্বল গ্রামবাসী আলোচনা-কেন্দ্রে এ ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন তুলেছেন।

ঘটনাটি ঘটেছে কোম্পানীগঞ্জ উপজেলার সদর সংলগ্ন গ্রামের তোয়াব আলীর বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গেছে, তোয়াব আলীর দুই মেয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট মেয়ে, স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী, অভিমান করে পরিবারের সবার অগোচরে বিষপান করে ফেলে।

পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

পরে পুলিশকে বিষয়টি অবগত করা হলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ, পিপিএম।

এদিকে, নিহতের বাবা তোয়াব আলী—যিনি মাদক ব্যবসার অভিযোগে সম্প্রতি র‍্যাবের অভিযানে গ্রেফতার হয়ে জেলহাজতে ছিলেন—মেয়ের মৃত্যুর খবর শুনে জানাজায় অংশগ্রহণের আবেদন জানান। আদালতের অনুমতি পেলে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

শুক্রবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে পুলিশ তোয়াব আলীকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তার গ্রামে নিয়ে আসে। বাদ আসরের পর মেয়ের জানাজায় অংশ নেন তিনি। জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি রতন শেখ বলেন, “পারিবারিক কলহের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এই সম্পর্কিত আরো