সিলেট মহানগরীর এয়ারপোর্ট রোডে লাক্কাতুরা এলাকায় প্রাইভেট কার ও পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১১ অক্টোবর) বেলা ২টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায় নি।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ‘এয়ারপোর্ট রোডের লাক্কাতুরা এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’