শনিবার, ১১ অক্টোবর ২০২৫
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটের নলজুরিতে জামায়াতের জনসংযোগ ও যোগদান সভা অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুরি বাজারে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক জনসংযোগ ও কর্মী যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ই অক্টোবর) সন্ধ্যা ৭:০০ ঘটিকায় স্হানীয় নলজুরী বাজারে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়  পূর্ব জাফলং   ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও হেলাল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  সিলেট-৪ আসনে বাংলাদেশ  জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন। 


এ সময়  সভায় প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসেন, নায়েবে আমির ডা. আব্দুন নূর, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মন্জুর আহমদ, ২নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নরুল ইসলাম, ছাত্র শিবির নেতা শাকিল আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি ইমরান হোসেন, তামাবিল স্থলবন্দর শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল হামিদ, ট্রেড ইউনিয়নের সভাপতি মনির আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি আলহাজ্ব জয়নাল আবেদিন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং অতীতের সকল গুম-খুন ও গণহত্যার বিচার করতে হবে। জামায়াত সব সময় দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আগামী দিনে জনগণ পুনরায় জামায়াতের প্রতি আস্থা রাখবে।

তিনি আরও বলেন,সিলেটের পাথর কোয়ারিগুলো পরিবেশবান্ধব উপায়ে চালুর মাধ্যমে শ্রমিক ও ব্যবসায়ীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

পরে জনসংযোগ সভা শেষে নলজুরী এলাকার স্হানীয় শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামী দলে যোগদান করেন। এ সময় প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ নবযোগদানকৃত নেতৃবৃন্দের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এই সম্পর্কিত আরো