শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কারে আরিফের ধর্মঘট, কাইয়ূমের গণ-অবস্থান

সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কারের দাবিতে ভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলনে নামছেন বিএনপির দুই নেতা। মহাসড়ক সংস্কারসহ সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। আর সোমবার গণ-অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী। 


বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তার বাসভবনে বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। 


আরিফুল হক চৌধুরীর বৈঠক থেকে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রæত শেষ করা; সিলেট-ঢাকা ও চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ও বগি সংযোজন এবং সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নিয়ে আসতে অন্তর্র্বর্তী সরকারের প্রতি দাবি জানান। 

 

বৈঠক শেষে আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, প্রতীকী ধর্মঘট চলাকালে নগরের প্রতিটি বিপণিবিতান ও দোকান ব্যবসায়ীরা বন্ধ রাখবেন। এ ছাড়া ওই এক ঘণ্টা নগরে সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ থাকবে। সিলেটবাসী ওই দিন নগরের কোর্ট পয়েন্ট এলাকায় এক ঘণ্টার জন্য অবস্থান নিয়ে সড়ক দ্রæত সংস্কারের দাবি জানাবেন। পরে ১৫ দিনের জন্য আলটিমেটাম দিয়ে কর্মসূচি শেষ হবে। ওই সময়ের মধ্যে প্রতিকার না পেলে সিলেটবাসী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

 

এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের নাজুক ও বেহাল অবস্থার প্রতিকার চেয়ে ‘মহাসড়কের সূচনাস্থলের দুই পাশে গণ-অবস্থান ও মানববন্ধন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। 


সোমবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর এলাকায় মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালিত হবে।


বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবদুল কাইয়ুম চৌধুরী কর্মসূচির বিষয়টি জানিয়েছেন। এতে সিলেটের সর্বস্তরের মানুষ, বিএনপির নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে তিনি অনুরোধ জানিয়েছেন।

 

আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে বলেন, চলাচলে দুর্ভোগের কারণে সিলেটের মানুষ এখন ক্ষুব্ধ। আগে পাঁচ-ছয় ঘণ্টায় যেখানে সিলেট থেকে ঢাকা যাওয়া যেত, এখন সেখানে সময় লাগছে ১৬ থেকে ২৪ ঘণ্টা। এ সমস্যার দ্রæত সমাধানের দাবিতে গণ-অবস্থান ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেবল বিএনপির নেতা-কর্মীরা নন, ভুক্তভোগী সাধারণ মানুষও কর্মসূচিতে একাত্ম হবেন।

এই সম্পর্কিত আরো