শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বনাথে হুমায়ুন ও লুনার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০ থানা ঘেরাওয়ের হুমকি - নোমান আহমদ হত্যাকাণ্ডে ওসির টালবাহানায় উত্তাল জকিগঞ্জ ১১ লাখ টাকা জরিমানা - ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন লন্ডন ফেরত যাত্রী ৯ মাসে নির্যাতিত ৩৪০ সাংবাদিক, ধর্ষণের শিকার ৬৬৩ নারী এশিয়ান কাপ বাছাই - ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে হংকংয়ের কাছে হার বাংলাদেশের কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা বিশ্বনাথে হুমায়ুন কবির - বিএনপি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের দল বিএনপি নেতা নুরুলের সমর্থনে গণজোয়ার তারেক রহমানের ৩১ দফার প্রচারপত্র বিতরণ সিলেটে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভা জকিগঞ্জে ইউএনও–এসিল্যান্ডসহ ৪ জনকে আদালতের শোকজ
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে হুমায়ুন ও লুনার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

সিলেটের বিশ্বনাথ পৌর শহরে আজ বৃহস্পতিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদির লুনার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বনাথে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের চরচন্ডী গ্রামে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে দুপুর থেকেই বিশ্বনাথ পৌর শহর মুখরিত করে রেখেছিল তাহসিনা রুশদির লুনার পক্ষে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মীরা। তারা বাসিয়া ব্রিজের উপর একটি পথসভাও করেন।


বিকেল আনুমানিক চারটার কিছু পর হুমায়ূন কবিরের গাড়িবহর যখন বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, তখন ব্রিজের একপাশে তাহসিনা রুশদির লুনার অনুসারীরা স্লোগান দিতে থাকে। কেউ কেউ এগিয়ে এসে হুমায়ূন কবিরের গাড়িবহর আটকানোর চেষ্টা করলে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে গাড়িবহরটি সেখান থেকে যেতে সক্ষম হয়। এই আচরণের পরিপ্রেক্ষিতে কয়েক মিনিট হুমায়ূন কবিরের গাড়ি থানার গেটের সামনে দাঁড়িয়েছিল। এরপর তাহসিনা রুশদির লুনার অনুসারীদের স্লোগানের পাশ দিয়ে হুমায়ূন কবির হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে জানাতে তার গন্তব্যস্থলের দিকে রওনা হন। পথিমধ্যে গাড়িবহর যখন হাবড়াবাজার অতিক্রম করছিল, তখনও সেখানে তাহসিনা রুশদির লুনার পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল।


রাত ৮টায় হুমায়ূন কবির অনুষ্ঠান শেষে সিলেটের দিকে রওনা হয়ে তার গাড়িবহর বিশ্বনাথ থানা অতিক্রম করার সাথে সাথে তাহসিনা রুশদির লুনার পক্ষের নেতাকর্মীরা স্লোগান ধরলে হুমায়ূন কবিরের অনুসারীরা তাদের ধাওয়া করে নতুন বাজারের দিকে নিয়ে যায়। এর কিছু পর তাহসিনা রুশদির অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিছিল নিয়ে বাসিয়া ব্রিজের দক্ষিণ পারে আসা মাত্র হুমায়ূন কবিরের অনুসারীরাও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।


দু’পক্ষের মারমুখী অবস্থানের কারণে বিশ্বনাথ থানা দু’পক্ষের মাঝখানে অবস্থান করলেও পুলিশ তখন নিরুপায় ছিল। রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা ধরে দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ব্যবসায়ী ও পথচারীরা প্রাণ বাঁচাতে দিক-বিদিক ছুটোছুটি করায় অনেকে আহত হন। এই সংঘর্ষে যুবদল নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু ও ছাত্রদলের মিনহাজ আহমদসহ দু'পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।


এই রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বনাথ ওসমানীনগর সার্কেলের এএসপি আশরাফউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করায় এবং সেনাবাহিনীর দুটি গাড়ি টহল শুরু করলে দুই পক্ষের লোকজন তখন নিরাপদ দূরত্বে চলে যায়।

বিশ্বনাথ-ওসমানীনগর সার্কেলের এএসপি আশরাফউজ্জামান জানিয়েছেন, পুলিশ ও সেনাবাহিনী যথাসময়ে অবস্থান করায় বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে আছে।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে হুমায়ুন ও লুনার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

থানা ঘেরাওয়ের হুমকি নোমান আহমদ হত্যাকাণ্ডে ওসির টালবাহানায় উত্তাল জকিগঞ্জ

১১ লাখ টাকা জরিমানা ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন লন্ডন ফেরত যাত্রী

৯ মাসে নির্যাতিত ৩৪০ সাংবাদিক, ধর্ষণের শিকার ৬৬৩ নারী

এশিয়ান কাপ বাছাই ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে হংকংয়ের কাছে হার বাংলাদেশের

কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা

বিশ্বনাথে হুমায়ুন কবির বিএনপি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের দল

বিএনপি নেতা নুরুলের সমর্থনে গণজোয়ার তারেক রহমানের ৩১ দফার প্রচারপত্র বিতরণ

সিলেটে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভা

জকিগঞ্জে ইউএনও–এসিল্যান্ডসহ ৪ জনকে আদালতের শোকজ