সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাগামারা গ্রামে আক্কাছ আলীর বসতবাড়িতে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী শিউলী আক্তার দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে শিউলী আক্তারের স্বামী আক্কাছ আলী লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে প্রতিবেশী নাসির উদ্দিন, সোহেল মিয়া, ইছার উদ্দিন, হাবিব উল্লাহ, আসাদ মিয়া, ইয়াছমিন বেগম, খাদিজা আক্তার, ফরহাদ আলম ও শাহেরা খাতুনসহ একদল লোক পরিকল্পিতভাবে তার বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা লাঠিসোটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আক্কাছ আলী ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এতে আক্কাছ আলীর স্ত্রী শিউলী আক্তারসহ পরিবারের কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে ও ঘরে থাকা প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার মালামাল লুটে নেয় বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আক্কাছ আলী আরও জানান, দীর্ঘদিন ধরে উক্ত বিবাদীরা পূর্ব শত্রুতার জের ধরে তাদের বসতভিটা দখলের উদ্দেশ্যে নানাভাবে হয়রানি করে আসছে। হামলার সময় তারা ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি পরিবারের নারী সদস্যদের ওপরও নির্যাতন চালায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— সাইফুল ইসলাম, জাফর আলী, নুরুল মিয়া, হযরত আলী, রব মিয়া, গিয়াস উদ্দিন, হান্নান, ইউসুফ আলী, সাদসাম হুসেন, আব্দুর রহিম, ইসমাইল হোসেন, হাফিন উদ্দিন, জামাল উদ্দিন, জলিল মিয়া, উসমান মিয়া, হানিফ মিয়া ও জাহাঙ্গীর আলম প্রমুখ।