বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ভাঙচুর মামলায় গ্রেপ্তার বাসদ নেতা জাফর ও প্রণবের রিমান্ড নামঞ্জুর

সিলেটে যানবাহন ভাঙচুরের মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–বাসদ নেতা আবু জাফর ও প্রণব জ্যোতি পালের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে আসামিপক্ষের করা জামিন আবেদনও খারিজ করা হয়েছে। 

তবে একদিন জেল গেইটে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুনুর রশীদের আদালত এ আদেশ দেন। 

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রনেন সরকার রনি সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালতে হাজির করে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। কিন্তু শুনানি শেষে বিচারক হারুনুর রশীদ রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন। তবে একদিন জেল গেইটে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। 

তিনি বলেন, ‘জামিনের জন্য আমরাও বিচারকের কাছে আবেদন করেছিলাম। আদালত আবেদনটি খারিজ করেছেন।’ 

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ মিছিলে যানবাহন ভাঙচুরের ঘটনায় দায়ের করা দুটি মামলায় বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রনব জ্যোতি পালকে আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এই সম্পর্কিত আরো