সুনামগঞ্জের জামালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।
মঙ্গলবার ৭ অক্টোবর সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়ব, সযত্নে তোমায় রাখব আদলে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।
উপজেলা সমাজসেবা কমকর্তা সাব্বির সারোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুৃদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ১৯৯০ সাল থেকে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ জামালগঞ্জ উপজেলায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তজার্তিক প্রবীণ দিবস পালিত হয়েছে। জাতিসংঘের ১৫ঘ অনুযায়ী প্রবীণ জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নে জাতীয় প্রবীণ নীতিমালায় ২০১৩ পিতা মাতার আইন প্রণীত হয়। এ উপজেলায় প্রবীণ জনগোষ্ঠীর মধ্যে অসচ্ছল প্রায় ৬ হাজার প্রবীণ বয়স্ক ভাতার অন্তর্ভুক্ত। প্রবীণদের অধিকার নিশ্চিত করতে সরকার ও সমাজসেবা অধিদপ্তর কাজ করে যাচ্ছে।