বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ার রবিরবাজারের বেহাল দশা

সড়কে খানাখন্দ পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, দুর্ভোগ চরমে

কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র রবিরবাজার। উপজেলার সর্ববৃহৎ বাজার এটি। দেড় সহস্রাধিক দোকান ছাড়াও ব্যাংক, বীমা, বাসাবাড়ি মিলিয়ে অনেক উপজেলা সদর থেকেও বড় দুই কিলোমিটার বিস্তৃত এ বাজার। অথচ প্রশস্ত সড়ক আর পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনা নেই এখানে। ফলে ব্যবসায়ীসহ এলাকাবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পৃথিমপাশা ইউনিয়ন থেকে কর্মধা ইউনিয়নমুখী সড়কের পূর্ব রবিরবাজার অংশে বড় বড় গর্ত, খানাখন্দে যানবাহন চলাচল দুবির্ষহ হয়ে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কের উপরের গর্তগুলোতে জলাবদ্ধতায় ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

আয়তন, অবস্থান, রাজস্ব আয় সব মিলিয়ে কুলাউড়া পৌর শহরের পরই রবিরবাজারের অবস্থান। উপজেলার দক্ষিণাঞ্চল বলতে রাউৎগাঁও, পৃথিমপাশা, কর্মধা, টিলাগাঁও, হাজিপুর ও শরীফপুর এই ছয় ইউনিয়নের মিলনস্থলে অবস্থিত রবিরবাজার। এই বাজার হয়েই মানুষকে আসতে হয় উপজেলা সদরে। বৃহস্পতিবার ও রোববার সাপ্তাহিক হাটবার হলেও রবিরবাজারে প্রতিদিনই শহরের মতো খোলা থাকে দোকানপাট ও প্রতিষ্ঠান। রয়েছে গোটা সিলেট অঞ্চলের মধ্যে সর্ববৃহৎ ঐতিহ্যবাহী রবিরবাজার মসজিদ। প্রতি শুক্রবারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার দশেক মুসল্লির সমাগম ঘটে এখানে। এখানকার সড়ক প্রশস্ত না থাকা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ভোগান্তি পোহাতে হয় সবাইকে।

বাজার থেকে সরকার প্রতিবছর প্রায় কোটি টাকার উপর রাজস্ব পেয়ে থাকে। অথচ বাজারে কোনো উন্নয়ন কর্মকান্ড নেই। বাজারের প্রধান সমস্যা হলো ড্রেনেজ সমস্যা। ড্রেন না থাকায় বাজারের পানি সহজে নিষ্কাশন হয় না। ফলে বৃষ্টির সময় বাজারে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তা সহজে কমে না। পানি, কাঁদায় অসহনীয় পরিস্থিতি তৈরি হয় বাজারে। এরই মধ্যে যানবাহন চলাচল করায় পূর্ব রবিরবাজার-কর্মধা সড়ক ভেঙেচুরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষত রবিরবাজারে একাধিক ডায়াগনস্টিক সেন্টার ও পৃথিমপাশা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের যেন ভোগান্তির সীমা থাকে না।

রবিরবাজার ব্যবসায়ী মাসুক আহমদ জানান, ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও খানাখন্দে পূর্ব রবিরবাজারের সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রবিরবাজারের সমস্যা নিরসনে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছে। রাজস্ব আয়ের ইউনিয়নের অংশটুকু জরুরী ভিত্তিতে বাজারের উন্নয়ন খাতে ব্যয় করার জোর দাবি জানাই।  

পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. জিমিউর রহমান চৌধুরী জানান, রবিরবাজারের ব্যবসায়ীদের দুর্ভোগ চরমে। বিষয়টি নিয়ে উপজেলার পরিষদের সমন্বয় সভায় প্রস্তাব দিয়েছি। দ্রুত সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণে উপজেলা প্রকৌশলীকে অবগত করেছি। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কুলাউড়া উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. শরিফুল হক বলেন, রবিরবাজার-কর্মধা ইউনিয়ন সড়ক উন্নয়নের জন্য আমরা প্রস্তাব দিয়েছি অধিদপ্তরে। এ রাস্তার বিষয়টি তালিকাভুক্ত রয়েছে, বরাদ্দ পেলে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। অপরদিকে প্রধান সড়কটি সড়ক ও জনপদ বিভাগের নিয়ন্ত্রনাধীন।

এই সম্পর্কিত আরো