নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি, ফাঁসি এবং অবিলম্বে ব্লাসফেমি আইন কার্যকর করার দাবিতে যুব জমিয়ত সিলেট মহানগর শাখার উদ্যোগে আজ নগরীতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা অপূর্ব পালের কঠোর শাস্তির দাবি জানান এবং ধর্ম অবমাননা রোধে ব্লাসফেমি আইন প্রণয়নের ওপর জোর দেন।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে নগরীর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
যুব জমিয়ত সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা আসাদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেন, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, তা পূর্বের সকল অপকর্মকে ছাড়িয়ে গেছে। নির্ভার চিত্তে ঠোঁটে শিস বাজাতে বাজাতে কুরআন পদপিষ্ট করার ভিডিওটি যারাই দেখেছেন, সবারই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা। অপূর্ব পাল যা করেছে, এটা ধর্মীয় দাঙ্গা বাধানোর সুস্পষ্ট উস্কানি। তিনি অবিলম্বে অপূর্ব পালের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
মাওলানা আব্দুল মালিক চৌধুরী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে ধর্ম অবমাননা বিষয়ে কঠোর ও সুস্পষ্ট আইন তৈরি করে এর বাস্তব প্রয়োগ ঘটাতে হবে। নতুবা দেশের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা নষ্টকারী এই ন্যাক্কারজনক ঘটনা বারবার ঘটতেই থাকবে।" তিনি অপূর্ব পালকে মানসিক রোগী হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টার সমালোচনা করে বলেন, "একজন মানসিক রোগী কীভাবে দেশের নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যেতে পারে! তাছাড়া মানসিক রোগীরা কেন বারবার ইসলাম ধর্মের ওপরই আক্রমণ করে?
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সিলেট মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক হাফিজ মাওলানা আহমদ সগির, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন, মহানগর জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সালিম কাসেমী, সিলেট জেলা উত্তর জমিয়তের সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, যুব বিষয়ক সম্পাদক মাওলানা রেজাউল করিম, মহানগর জমিয়তের সমাজ সেবা সম্পাদক অ্যাডভোকেট রেজাউল হক, সিলেট মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আবু সুফিয়ান, হাফিজ মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা ফয়জুল হাসান, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা শেখ মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা ফখরুল ইসলাম, মহানগর যুব জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মো. মনসুর, মহানগর যুব জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরাইশী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফত্বা উদ্দিন খান, মাওলানা সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, সাহিত্য সম্পাদক জুবায়ের আহমদ, সমাজ সেবা সম্পাদক দিলদার হোসাইন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন, মাওলানা ফজলুল করিম, সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জাকির হোসেন, ছাত্র জমিয়ত নেতা মীর আইনুল হক প্রমুখ।
এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে যুব জমিয়ত সিলেট মহানগর শাখা কোরআন অবমাননার প্রতিবাদে তাদের কঠোর অবস্থান ব্যক্ত করেছে এবং সরকারের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।