বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুবদল নেতা এনাম চিশতী ‘ষড়যন্ত্রের শিকার’, ক্ষোভ গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ গোয়াইনঘাটে ৩১ দফা বাস্তবায়নে জামান সমর্থকদের প্রচার মিছিল সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ব্যারিস্টার আনোয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা - খালেদা জিয়া-তারেক রহমানের খালাসের রায় প্রকাশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানের গৃহযুদ্ধ: জাতিসংঘ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষ করেছে বিএনপি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু সিলেটে তিব্র হচ্ছে মশার উৎপাত,ডেঙ্গুসহ নানান রোগে আক্রান্ত জনসাধারণ জামালগঞ্জে শহীদ সোহাগের লাশ উত্তোলন
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় চা-শ্রমিক সর্দার গোলাপ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মৌলভীবাজারের কুলাউড়ায় চা-শ্রমিক সর্দার হত্যার অভিযোগে আটক গোলাপ সৎনামের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছেন ক্লিভডন চা-বাগানের শ্রমিকরা। 

শনিবার (৪ অক্টোবর) কাজে না গিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বাগানের অফিসের সামনে মানববন্ধন করেন তারা। পরে বিক্ষুদ্ধ শ্রমিকরা একটি বিক্ষাভ মিছিল নিয়ে বাগানের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

 
বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অজিত গোয়ালার সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে একাত্বাতা পোষণ করে বক্তব্য দেন, জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য, সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  ময়নুল হক বকুল, বিএনপির নেতা বদরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য শংকর উরাং, সাবিত্রী রানী রাজভর, সাবেক ইউপি সদস্য সুবাস গোয়ালা, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মনিরাম উরাং, সাবেক সভাপতি মহোনলাল গোয়ালা, রামবচন গোয়ালার স্ত্রী হেমন্তি গোয়ালা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগানের সিনিয়র দফা সর্দার রামবচন গোয়ালা সর্বজনপ্রিয় একজন মানুষ ছিলেন। তারসাথে কারো কোন শত্রুতা ছিলনা। এ ঘটনায় বাগানের মাদক ও গরু চোরের সর্দার গোলাপ সৎনামকে আটক করেছে পুলিশ। কিন্তু এই গোলাপের অনেক সহযোগী এখনও প্রকাশ্যে রয়েছে। তাদের কারণে আতংকিত হয়ে আছেন বাগানের সাধারণ শ্রমিকরা। তারা গোলাপের সর্বচ্চ শাস্তি ফাঁসি এবং তার সহযোগীদের আটকের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। 

চা-শ্রমিক নেতারা বলেন, গোলাপ সৎনাম একজন চিহ্নিত মাদক কারবারি ও গরু চোরের সর্দার। গরু চুরি ও মাদক কারবার করে লক্ষ লক্ষ টাকা কামাই করেছে। তার নিজস্ব কয়েকটি গাড়ি রয়েছে। সামান্য একজন চা-শ্রমিক কিভাবে গাড়ি-বাড়িসহ লক্ষ লক্ষ টাকার মালিক হয়, এমন প্রশ্ন সাধারণ শ্রমিকদের। এছাড়াও গোলাপ কিছুদিন পূর্বে তার নিজ স্ত্রীকে গলাটিপে হত্যা করে ১ ঘন্টার মধ্যে পুড়িয়ে ফেলে। পরে লোকজনকে বলে তার স্ত্রী নাকি স্টক করে মারা গেছে। 

শ্রমিকরা জানান, এই গোলাপের অনেক সহযোগীরা এখনও প্রকাশে চলাফেরা করছে। গোলাপের সাথের কয়েজন সামান্য ১৮০ টাকা মজুরির চা-শ্রমিক হয়েও কিভাবে গাড়ি ও দালন বাড়ি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। এদেরকে আইনের আওতায় আনলে রামবচন হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে।  

এদিকে এই ঘটনা নিয়ে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে মৌলভীবাজার জেলা পুলিশ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আজমল হোসেন বলেন, ক্লিভডন বাগানের চা-শ্রমিক সর্দার রামবচন হত্যার ঘটনায় প্রধান আসামী গোলাপ সৎনামকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রামবচন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন গোলাপ সৎনাম। চাকরিচ্যুত নিয়ে রামবচনের সাথে গোলাপের পুরোন বিরোধ ছিলো। তার সাথে আরও জড়িত রয়েছেন। তাদেরকেও আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগানের সিনিয়র দফা সর্দার রামবচন গোয়ালার মরদেহ গত ২৮ সেপ্টেম্বর কাপনাপাহাড় চা-বাগানের পশ্চিম সীমানার বাবুনালা থেকে উদ্ধার করে পুলিশ। এরআগে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রামবচনকে ডেকে মটরবাইকে করে নিয়ে যায় গোলাপ। এরপর থেকেই রামবচন নিখোঁজ ছিলেন।

এই সম্পর্কিত আরো

যুবদল নেতা এনাম চিশতী ‘ষড়যন্ত্রের শিকার’, ক্ষোভ

গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ

গোয়াইনঘাটে ৩১ দফা বাস্তবায়নে জামান সমর্থকদের প্রচার মিছিল

সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ব্যারিস্টার আনোয়ার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা খালেদা জিয়া-তারেক রহমানের খালাসের রায় প্রকাশ

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানের গৃহযুদ্ধ: জাতিসংঘ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষ করেছে বিএনপি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

সিলেটে তিব্র হচ্ছে মশার উৎপাত,ডেঙ্গুসহ নানান রোগে আক্রান্ত জনসাধারণ

জামালগঞ্জে শহীদ সোহাগের লাশ উত্তোলন