এরাল বিল। শুধু সিলেট নয় পরিবেশ, প্রকৃতি আর জীব বৈচিত্র নিয়ে কাজ করা দুনিয়ার মানুষের কাছে পরিচিতি পাওয়া একটি নাম। বিস্তৃত এই বিলের পাশেই একটি পৌরসভা, একটি গ্রাম আছে। আর সেই গ্রামের নাম ঘোগারকুল।
গোলাপগঞ্জ উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডঘেষা এই এরাল বিল থেকে সরকার প্রতি বছর লাখ লাখ টাকা মুনাফা আয় করে থাকে। এতদ অঞ্চলের কৃষককুল আর মৎস্যজীবীদের কাছে প্রাণসম এক নাম এরাল বিল। এই বিল রক্ষায়ং মানুষ জীবন দিতেও দ্বিধা করেনি। বহু সংগ্রাম করেছেন সাধারণ মানুষ। তাই বিলটি এখনও মানুষের কাছে আশার সঞ্চার করে। প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ এই বিলটি যে রাজনীতিবিদদের নজর এড়ায়নি তা আবারও প্রমাণ করলো বিএনপি।
কৃষকদের পাশে সহায়তার হাত বাড়িয়ে প্রশংসা কুড়ালেন দলের চেযারপার্সনের ফরেন অ্যফেয়ার্স এডভাইজর আ ম অহিদ আহমদ। সেখানে কৃষক সমাবেশ করে দেড়শ জনের হাতে সার তুলে দিয়েছেন এই নেতা। এসময় তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে আবারও দেশে উন্নয়নের রাজনীতি শুরু হবে। আবারও দেশে গ্রামের মানুষের ভাগ্য বদলের কাজ শুরু হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান সে লক্ষ্যেই কাজ করছেন।
ফলে দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাঁর নেতৃত্বের অপেক্ষায় প্রহর গুণছে। গ্রামে না গেলে মানুষের এ চাওয়া বোঝা যাবেনা। মেহনতি মানুষ শহীদ জিয়ার মতোই তারেক রহমানকে ভালোবাসেন। গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ আগামী নির্বাচনে ধানের শৗষকে বিজয়ী করে এর প্রমাণ দেবেন ইনশাআল্লাহ।
তিনি গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) গোলাপগঞ্জ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে আয়োজিত এক কৃষক সমাবেশ ও বিনামুল্যে সার বিতরণের অনুষ্ঠানে এসব কথা বলেন। ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মাসুক মাহমুদ মিলু এবং সাধারণ সম্পাদক সাধারন সম্পাদক আব্দুল আজিজের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম , উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি কামাল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী তোফয়েল আহমদ খালেদ, সাবেক কাউন্সিলর আব্দুল জলিল মাস্টার,উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন, পৌর যুবদলের সদস্য্য সচিব, যুগ্ম আহবায়ক তমজিদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা শাহীনুর আলম চৌধূরী শাহী প্রমুখ।
অনুষ্ঠান শেষে এরাল বিলের পার্শ্ববর্তী এই ওয়ার্ডের দেড়শ কৃষকের মাঝে বিনামুল্যে সার বিতরণ করা হয়।