কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান বলেছেন, বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে কিংবা ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জনগণ বিএনপির পাশে আছে, তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
তিনি বলেন, “বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে লাখো গায়েবি মামলা দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে। সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলীসহ অসংখ্য নেতা-কর্মীকে গুম, খুন, জেল-জুলুম ও নির্যাতনের শিকার করা হয়েছে। এত নির্যাতনের পরও বিএনপিকে জনগণ থেকে দূরে সরানো যায়নি।”
শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবেন। ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে তিনি নতুন বাংলাদেশ উপহার দিবেন। এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, তাহলেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনকে সামনে রেখে কোনো বিভাজন তৈরি করা যাবে না।
চাঁদাবাজদের সতর্ক করে মাহবুবুর রহমান বলেন, “তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন—চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিএনপিতে কোনো ঠাঁই হবে না। যাদুকাটা নদীসহ নৌপথে যারা অবৈধভাবে চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। টাঙ্গুয়ার হাওর, শিমুলবাগান, বালু-পাথর ও মৎস্যসম্পদের ভাণ্ডার সঠিকভাবে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।”
মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি দলের নেতাকর্মীদের প্রতি দোয়া ও ভালোবাসার আহ্বান জানিয়ে বলেন, “আমি আন্দোলন-সংগ্রামের প্রথম সারিতে থেকেছি। কখনো পিছিয়ে যাইনি। দৃঢ়ভাবে বিশ্বাস করি, দল আমাকে মূল্যায়ন করবে। তবে যাকে প্রার্থী করা হবে, তার পক্ষেই সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।”
তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মিয়ার পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন— জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, আজিজুর রহমান, আজাদ হোসেন বাবলু, এডভোকেট শাহিনুর রহমান, নবী হোসেন, নূরে আলম ফরাজি, ফরিদ মিয়া তালুকদার, আলী আক্কাস মুরাদ, রুহুল আমীন, নাজিম উদ্দীন, আব্দুল খালিক প্রমুখ।
এছাড়া জামালগঞ্জ, তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।