শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটসহ দেশের ধর্মাবলম্বী নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান খোকন।
বুধবার (১ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বী মানুষের প্রধান ধর্মীয় উৎসব। নানা জাতি ও ধর্মের মানুষের সহাবস্থানে সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য বজায় রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন—এই কামনা করছি।”
তিনি দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন।
খোকন আরও বলেন, “সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত। সব ধর্মের মানুষের সহাবস্থানই আমাদের শক্তি। একে অপরের ধর্মীয় অনুষ্ঠানকে সম্মান ও সহযোগিতার মাধ্যমে আমরা এই সম্প্রীতির ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে চাই। এতে সিলেট যুগ যুগ ধরে শান্তি ও সম্প্রীতির শহর হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করবে।”