হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক (বরইতলা) গ্রামে ভাস্কর ভট্টাচার্য (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভাস্কর ওই গ্রামের শিবপদ ভট্টাচার্যের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে খাবার শেষে ভাস্কর ভট্টাচার্য নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঘুম থেকে না উঠতে দেখে খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতর গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। বিষয়টি দ্রুত গোপলার বাজার পুলিশ ফাঁড়িকে জানানো হলে এসআই শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে প্রকৃত কারণ জানা যাবে।”