জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক জনসভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাকের পার্টির সভাপতি মো. সাকির মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি মো. আব্দুল হান্নান। জেলা জাকের পার্টির সদস্য ডা. শেখ মনোয়ার হোসেন মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— সিলেট মহানগর জাকের পার্টির সভাপতি প্রফেসর জয়নাল আবেদীন, জেলা সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম সরকার, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) আলহাজ্ব ইসমাইল হোসেন, জাকের পার্টি ওলামা ফ্রন্টের বিভাগীয় সভাপতি ক্বারী সোহরাব হোসাইন জিহাদী, বিভাগীয় ছাত্র ফ্রন্টের সভাপতি আল আমিন, জেলা যুব ফ্রন্টের সভাপতি তোরাব আলী, জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি জহিরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা জাকের পার্টির সভাপতি এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ ও আব্দুল আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রইছ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মিয়া খাজা, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াজ করুনী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সব আসনে প্রার্থী দেবে। তারা গোলাপ ফুল প্রতীকের শান্তি ও দেশ গড়ার অঙ্গীকার তুলে ধরে কর্মীদের মাঠে, পাড়া-মহল্লায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে টুকেরবাজার এলাকায় জাকের পার্টির নেতাকর্মীরা দলীয় পতাকা ও গোলাপ ফুল প্রতীকের প্রতীকী বহন করে এক বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও গলি প্রদক্ষিণ করে।