বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। সোমবার বিকেলে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ ও সেবা কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ ডিসিকে জানান, জনবল সংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সেবায় নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

ডিসি হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করে বলেন, রোগীদের মানসম্মত সেবা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।

তিনি অবকাঠামো উন্নয়ন ও জনবল বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তফা মুন্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল হক সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো