বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। সোমবার বিকেলে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ ও সেবা কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ ডিসিকে জানান, জনবল সংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সেবায় নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
ডিসি হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করে বলেন, রোগীদের মানসম্মত সেবা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।
তিনি অবকাঠামো উন্নয়ন ও জনবল বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তফা মুন্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল হক সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।