সিলেট মহানগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের আল-হামরা শপিং সিটির চতুর্থ তলার নুরানী জুয়েলার্সে দুঃসাহসিক চুরির ঘটনায় তদন্তকাজ শুরু করছে পুলিশ। ঘটনার মুল রহস্য বের করতে ঘটনার বিভিন্ন দিক বিশ্লেষণ করে তদন্তকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
পুলিশ বলছে- চুরির ঘটনাটি রহস্যজনক। তবে রহস্য উদঘাটন করতে কাজ করছেন তারা। এছাড়াও দোকানের সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও মোবাইলের কল লিস্ট ধরে কাজ করা হচ্ছে।
এরআগে বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে কোনও এক সময় আল হামরা শপিং সিটির চতুর্থ তলার নুরানী জুয়েলার্স (নং-৪৩১, ৪৩৩ ও ৪৩৫) থেকে স্বর্ণ চুরির ঘটনা ঘটে। এসময় সিসিটিভির ডিভিআর নিয়ে যায় চুরেরা। যাওয়ার সময় তারা ফের শাটারে নতুন একটি তালা দিয়ে যায়। জুয়েলার্সের মালিকের দাবি- প্রায় আড়াই শ ভরি স্বর্ণ চুরি হয়েছে দোকান থেকে।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মার্কেটের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন দিক বিবেচনা করে সহস্যজনক মনে হচ্ছে। আমরা তদন্ত করছি।
তবে এখনও পর্যন্ত ঐ স্বর্ণের দোকানের মালিক কোন লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেননি বলেও জানান ওসি জিয়াউল হক।
ঐ জুয়েলারির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী বলেন, প্রায় আড়াইশ ভরি স্বর্ণ ছিল দোকানে। সব নিয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে গেছে শাটারে। দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভ ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। যার ফলে চোর বা চোরদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না।