বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, এবং শ্রমিক নেতা সৈকত ও রনিকে গ্রেফতারের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বামপন্থী দল ও সংগঠনগুলো। বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার উদ্যোগে আজ রোববার বিকেল ৪টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মাশরুখ জলিলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সুশান্ত সিনহা সুমন, সিপিবি সিলেট জেলার অন্যতম নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার সদস্য নাজিকুল ইসলাম রানা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সুমিত কান্তি দাশ পিনাক এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার সভাপতি তানজিনা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন সিপিবি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার নেতা অ্যাডভোকেট রনেন সরকার রনি প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সিলেটসহ সারা দেশের প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকের জীবন-জীবিকা রক্ষার আন্দোলনে কোনো শ্রমিক বা যাত্রী কেউই প্রতিপক্ষ নন। প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত যানবাহন শ্রমিক এবং তাদের উপর নির্ভরশীল আড়াই কোটি মানুষের জীবন রক্ষায় সংগ্রাম পরিষদের যৌক্তিক আন্দোলনের প্রেক্ষিতে সরকার ইতোমধ্যে "বৈদ্যুতিক থ্রী-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫" চূড়ান্তকরণের প্রক্রিয়া শুরু করেছে। ঠিক এই সময়ে সিলেট নগরীতে ব্যাটারিচালিত যানবাহন নিষিদ্ধ করা বা অদৃশ্য ঘাতক উল্লেখ করা সরকারের গৃহীত পদক্ষেপের পরিপন্থী।
বক্তারা আরও উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনার জন্য এককভাবে কোনোভাবেই ব্যাটারিচালিত যানবাহন দায়ী নয়। যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, ৮৫ শতাংশ সড়ক দুর্ঘটনা বিভিন্ন পরিবহন দ্বারা সংঘটিত হয়, যেখানে মাত্র ১৫ শতাংশ দুর্ঘটনা ব্যাটারিচালিত যানবাহন দ্বারা হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সারা দেশে ব্যাটারিচালিত যানবাহন প্রতিদিন প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। যেখানে দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রতিদিনের সক্ষমতা ২৫ হাজার মেগাওয়াট। অর্থাৎ, সারা দেশের ব্যাটারিচালিত যানবাহনের জন্য মাত্র ২-২.৫ শতাংশ বিদ্যুৎ প্রয়োজন হয়, যা দেশের ৩ কোটি মানুষের জীবিকা এবং ২ কোটি মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত করে।
বক্তারা ব্যাটারিচালিত যানবাহনকে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী হিসেবে উল্লেখ করে বলেন, তেলচালিত গাড়ি দেশের কার্বন নিঃসরণের প্রায় ১৬ শতাংশের জন্য দায়ী, যা দেশের তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখছে। এ কারণে বিশ্বজুড়ে তেলচালিত গাড়ির পরিবর্তে ইবি ভেহিকল বা বিদ্যুৎচালিত যানবাহন উৎসাহিত করা হচ্ছে। এই যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করার কারণেই বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে নেতৃবৃন্দ দাবি করেন। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেন।