সিলেট নগরীর কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ নয়ন হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯।
আটককৃত মো. নয়ন হোসেন এসএমপির মোগলাবাজার থানার হবিনন্দী গ্রামের মো. দেলুয়ার হোসেনের ছেলে।
রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
তিনি জানান, আটক নয়ন হোসেনের কাছ থেকে ৩ হাজার ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৯'র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে মাদকদ্রব্য উদ্ধারের নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনা করাকালে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানাধীন কাষ্টঘরস্থ সুইপার কলোনীর পুরাতন বিল্ডিংয়ের গেইটের সামনে থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশীকালে তার দেখানো ও নিজ হাতে বাহির করে দেওয়া মতে তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভিতর রক্ষিত ১৬ টি নীল রংয়ের বায়ুরোধক পলিজিপারযুক্ত প্যাকেটের ভিতর থেকে ৩ হাজার ৩২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা।