সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় সাদাপাথর পর্যটনকেন্দ্রের ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটে দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং পুলিশ ঘটনাস্থল থেকে উভয় পক্ষের পাঁচজনকে আটক করেছে। ঘটনাটি আজ রোববার (তারিখ উল্লেখিত নেই, তবে ধারণা করা হচ্ছে সাম্প্রতিক) দুপুর ১২টার দিকে ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রের ১০ নম্বর ঘাট এলাকায় সরকারি জায়গায় বেশ কিছু ব্যক্তি নিজেদের মতো করে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন। আজ দুপুরের দিকে কোম্পানীগঞ্জের লিটন আলী (৩৮) সেখানে একটি ঝালমুড়ির দোকান স্থাপন করতে গেলে ঘাটের আরেক দোকানদার মোহাম্মদ রায়হান উদ্দিনের (২৫) সঙ্গে তাঁর বাক্বিতণ্ডা শুরু হয়। এ সময় লিটনের ছেলে রহিম মিয়া তাঁর বাবার পক্ষ নিয়ে বিতর্কে জড়ালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে কথা-কাটাকাটি এবং পরবর্তীতে হাতাহাতির ঘটনা ঘটে, যা একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়।
এই সংঘর্ষে উভয় পক্ষের মোট পাঁচজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম ও ঠিকানা জানা যায়নি, তবে তাঁরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় সাদাপাথর পর্যটনকেন্দ্র এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেক পর্যটককে ভীতসন্ত্রস্ত হয়ে সাদাপাথর এলাকা ত্যাগ করতে দেখা যায়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত করার পর পুলিশ উভয় পক্ষের পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আটককৃত পাঁচজনকে বর্তমানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।