বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদর হাইস্কুল মাঠে বিক্ষোভ মিছিল শেষে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন। তিনি সমাবেশে আগত বিপুল জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের ইতিহাসে গত ১৫ বছরে জনগণের ভোটাধিকার হরণ ও নানাবিধ দুঃসহ অধ্যায়ের জন্ম দেওয়া হয়েছে। তিনি জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদসহ শহীদদের স্মরণ করেন এবং দাবি করেন—সেই আন্দোলনের মাধ্যমে দেশে এক নতুন ইতিহাসের সূচনা হয়েছে।
প্রধান অতিথি তার বক্তব্যে জুলাই শহীদদের সনদ প্রদান, গণহত্যার বিচারের নীতিমালা প্রণয়ন, পিআর পদ্ধতিসহ দলীয় ঘোষিত ৫ দফা বাস্তবায়নের আহ্বান জানান।
২৭ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৩টায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমান। উপজেলা সেক্রেটারি মাওলানা আলী আব্বাস ও মোঃ আবু তোরাবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা রফিক আহমদ, সাবেক আমির আজমান আলী, মাষ্টার আবুল খায়ের, জামায়াত নেতা আব্দুল হেকিম, আবু জাফর দোলন, পেশাজীবী পরিষদের সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আল আমিন খান, যুব জামায়াতের সভাপতি ইকবাল হোসেন এমাদ এবং ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি মইনুল ইসলাম।
এছাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ রুবেল আহমদ, ইউনিয়ন শাখা জামায়াতের সভাপতি জুয়েল আমিন, হাজী জমসিদ, নজরুল ইসলাম, আজির উদ্দিন, রহিম উদ্দিন, আব্দুল কাইয়ুম ও ইউনিয়ন শাখার সেক্রেটারি সফির উদ্দিন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।