হবিগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এ তথ্য জানান।
বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে ট্রাকভর্তি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকার বেশি।
বিজিবি বলছে, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে চোরাকারবারিরা অভিনব কৌশলে চোরাচালানের চেষ্টা করছিল। তবে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধ করবে। দুর্গাপূজা উপলক্ষে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে।
জব্দকৃত ট্রাক ও পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে বলেও জানায় বিজিবি।
চলতি মাসে এখন পর্যন্ত ৫৫ বিজিবির অভিযানে প্রায় আট কোটি ৭৭ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।