বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে মাকে কুপিয়ে জখম, ছেলে গ্রেফতার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাকে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জৈন্তাপুর স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম শুক্কুর আলি (৩৫)। সে উপজেলার কমলাবাড়ী মোকামটিলা গ্রামের মৃত মোহাম্মদ আলি ওরফে পঁচা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আহত মা জুলেখা বেগম বসর (৬০) বাদী হয়ে নিজের ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, শুক্কুর আলি দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় টাকার জন্য পরিবারকে চাপ সৃষ্টি ও ঝগড়া করে আসছিল।

ঘটনাটি ঘটে চলতি মাসের ৭ তারিখে। অভিযোগ অনুযায়ী, বিদেশে থাকা বড় ছেলের পাঠানো ৮০ হাজার টাকা শুক্কুর আলি বড় ভাইয়ের ঘর থেকে চুরি করে নেয়। বিষয়টি জানাজানি হলে টাকা ফেরত চাইলে শুক্কুর আলি ক্ষিপ্ত হয়ে দা দিয়ে মায়ের মাথায় আঘাত করে। পরপর আরও দুইবার কোপ দিতে গেলে একটি আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়ের হাতে লাগে।

গুরুতর আহত জুলেখা বেগমকে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, যেখানে তিনি দীর্ঘ ২০ দিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে শনিবার থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক রাজন দেবের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শুক্কুর আলিকে গ্রেফতার করে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “আসামিকে তার মায়ের দায়ের করা মামলার পর দ্রুত গ্রেফতার করা হয়েছে। রোববার আদালতে তাকে সোপর্দ করা হবে।”

এই সম্পর্কিত আরো