বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শেষ মুহুর্তে রঙ তুলির ছোঁয়ায় সেজে উঠছেন দেবী ত্রিনয়নী দশভূজা

নীল আকাশে সাদা মেঘের ভেলা, আর কাশফুলের শুভ্র শরতের স্নিগ্ধতা। প্রকৃতির এমন মুগ্ধতা জানান দেয় শারদীয়া দুর্গাপূজা সন্নিকটে। সারাদেশের মতো সিলেটেও শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার অপেক্ষায় ভক্তরা।

প্রতিমা শিল্পীরা নিজ হাতের নিপুণ তুলির ছোঁয়ায় শেষ মুহূর্তে দেবী দুর্গাকে সাজাতে ব্যাস্ত সময় পার করছেন। প্রতিমা শিল্পীর হাতের নৈপুণ্যতায় ধীরে ধীরে নিজ স্বরুপে ফিরছেন দেবী দূর্গা। মণ্ডপে মণ্ডপে বিরাজ করছে উৎসবের আমেজ। দেবী দূর্গার সঙ্গে তৈরি হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমাও।

সরেজমিনে ঘুরে দেখা গেছে নগরীর দাড়িয়াপাড়া,মাছুদিঘীর পাড় ও লামাবাজার, মৃৎ শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় পূর্ণরুপে ফুটে উঠেছে দৃষ্টিনন্দন দুর্গা প্রতিমা। প্রতিটি মণ্ডপে মণ্ডপে চলছে আলোকসজ্জা ও প্যান্ডেল সাজানোর শেষ মুহূর্তের কাজ। অন্যদিকে আয়োজকরা তৎপর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার কাজে।

এবার সিলেটের ৬১৮টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। ত্রিনয়নী দশভুজা দেবীর আসার ক্ষণে সনাতন ধর্মালম্বীরা মেতে উঠছেন আনন্দ-উল্লাসে।

২৮ সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হবে শারদীয় দূর্গোৎসবের, ২৯ সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মহাঅষ্টমী, ১ অক্টোবর বুধবার মহানবমী ও ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী। বিজয়া দশমী প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দূর্গাপূজা।

শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে যাতে অনুষ্ঠিত হয় সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে। পুলিশ প্রশাসনে পক্ষ থেকে আরো জানানো জানানো হয়, দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য জেলা জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি উপজেলায় বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। পূজামণ্ডপগুলোতে থাকবে সিসিটিভি নজরদারি, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং র‌্যাব-পুলিশের টহল। এছাড়া কোথাও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য কন্ট্রোল রুম ও জরুরি রেসপন্স টিম প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

শারদ উৎসব উপলক্ষে সিলেট নগরীর শপিংমল ও বিপণী বিতানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় বেড়েছে। সনাতন ধর্মের লোকজন নতুন পোশাক কিনতে এ মার্কেট ও মার্কেট ঘুরে বেড়াচ্ছেন। নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, লামাবাজার,কুমার পাড়াসহ বেশিরভাগ শপিংমলগুলো প্রতিনিয়ত বাড়ছে ক্রেতাদের চাপ। বন্দরবাজারের মধুবন মার্কেটের কাপড় বিক্রেতা পরিমল দাস জানান, দিনের তুলনায় রাতে ক্রেতার চাপ থাকে বেশি। ছোট-বড় সব বয়সী মানুষের উপস্থিতি বাড়ছে। তবে নিজ বাজেটের মধ্যে কাপড় কিনতে হিমশিম থেকে হচ্ছে বলে জানান জিন্দাবাজারে একটি শপিং মলে আসা আকাশ কর্মকার নামের এক ক্রেতা। জানান, পরিবারের ৫সদস্যের জন্য কেনাকাটা করতে বের হয়েছেন। তবে বড় বড় শপিং মলগুলোর তুলনায় ছোট ছোট দোকানগুলোতে কাপড় কিংবা প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেকটাই সহজলভ্য। 


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা জানান, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির এ উৎসব নির্বিঘ্নে শেষ করতে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।’


সিলেট নগরীর দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে আগামী ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মহাঅষ্টমীর দিন বেলা দেড়টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এ জন্য সর্বস্তরের ভক্তবৃন্দ ও জনগণের সর্বাত্বক সহযোগিতা-উপস্থিতি কামনা করেছেন মহাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রঞ্জন ঘোষ জানান, ‘সিলেট জেলায় শান্তিপূর্ণভাবে পূজা আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে, কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ বছর সিলেট জেলা এবং মহানগর মিলিয়ে সর্বমোট ৬১৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে। তন্মধ্যে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় সার্বজনীন পূজো হবে ৪২৭টি এবং পারিবারিক পূজো হবে ২৯টি। আর সিলেট মহানগর এলাকায় সার্বজনীন ১৪২টি ও পারিবারিক আয়োজনে ২০টি পূজো অনুষ্ঠিত হবে। 

এবছর দেবী দুর্গা মর্ত্যলোকে আসবেন হাতিতে চড়ে আর পালকিতে ফিরবেন কৈলাশে। দেবী দুর্গা যুগে যুগে অশুভ শক্তির বিনাশ করে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা করবেন এমনটাই বিশ্বাস ভক্তদের।

এই সম্পর্কিত আরো